26 June 2024
কোরিয়ান চা খেয়ে কমিয়ে ফেলুন ত্বকের বয়স
credit: istock
TV9 Bangla
মুখে বয়সের ছাপ পড়তে শুরু করে ৩০-এর আশেপাশে। বলিরেখা ক্রমশ স্পষ্ট হতে থাকে। বয়স ধরে রাখা কারও পক্ষেই সম্ভব নয়।
ত্বককে বার্ধক্যের হাত থেকে প্রতিরোধ করতে কেউ অ্যান্টি-এজিং ক্রিমের সাহায্য নেন। আবার কেউ পার্লারে গিয়ে ফেসিয়াল করান।
কোনও রকম রূপচর্চা ছাড়াই আপনি ত্বকের বয়স ধরে রাখতে পারেন। শুধু আপনাকে খেতে হবে নিয়ম করে বার্লির চা।
কোরিয়ান বিউটির ফ্যান অনেকেই। সেই দেশেরই জনপ্রিয় চা এই বার্লির চা। এই চা ত্বককে বলিরেখা, দাগছোপের হাত থেকে রক্ষা করে।
বার্লির চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচায়। কমায় বার্ধক্য ও ব্রণর হাত থেকে বাঁচায়।
ত্বকের সৌন্দর্য বজায় রাখতে নিয়ম করে রোজ বার্লির চা খান। এই চায়ে থাকা অ্যাজিলেক অ্যাসিড, ত্বকের সমস্যা কমাতে উপকারী।
এক কাপ জল গরম বসান। এতে ২ চামচ সেঁকা বার্লি মিশিয়ে নিন। আঁচ কমিয়ে পাঁচ মিনিট মিশ্রণটি ফুটিয়ে নিন। তৈরি বার্লির চা।
বার্লির চা ছেঁকে নিন। ঠান্ডা হলে চুমুক দিন চায়ে। এই কোরিয়ান চায়ের রেসিপি আপনাকে ত্বকের সমস্যাকে দশ হাত দূরে রাখবে।
আরও পড়ুন