মুখের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে ঠোঁটের উপর। তাই নিজেকে সুন্দর করে তুলতে ঠোঁটের যত্ন নেওয়া জরুরি।
শীতকাল মানেই রুক্ষ-শুষ্ক, ফাটা ঠোঁট। তবে অনেকে সারা বছরই রুক্ষ-শুষ্ক ঠোঁটের সমস্যায় ভোগেন। ঘরোয়া এই টিপসগুলি মেনে চললেই এই সমস্যা থেকে রেহাই পাবেন।
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বিশিষ্ট নারকেল তেল রুক্ষ, ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য খুব উপকারী। রোজ নারকেল তেল ঠোঁটে লাগালে ঠোঁটের স্বাভাবিক ময়াশ্চার লক হয়। ঠোঁট ফাটার সমস্যা কমে।
শুষ্ক ঠোঁটের সমস্যা কমাতে কার্যকরী শসা। রোজ শসার টুকরো ঠোঁটে কয়েক মিনিট ঘষুন। এতে ঠোঁট সতেজ থাকবে।
শুষ্ক ঠোঁটের জন্য খুব উপকারী মধু। মধুর স্বাভাবিক ময়শ্চারাইজ বৈশিষ্ট্য ফাটা ঠোঁটে টিস্যুগুলি মেরামত করে ঠোঁটকে সতেজ রাখতে সাহায্য করে।
প্রতিদিন স্নানের পর বা মুখ ধোয়ার পর ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগান। লিপস্টিক লাগালেও আগে পেট্রোলিয়াম জেলি লাগান, যা ঠোঁটের ময়শ্চারকে লক করে দেবে।
লিপস্টিকের উপর ঠোঁট ফাটা অনেকাংশে নির্ভর করে। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ম্যাটি লিপস্টিকের বদলে গ্লোজি লিপস্টিক লাগান। তাহলে ঠোঁট ময়াশ্চারাইজ থাকবে।
লিপস্টিকের উপর ঠোঁট ফাটা অনেকাংশে নির্ভর করে। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ম্যাটি লিপস্টিকের বদলে গ্লোজি লিপস্টিক লাগান। তাহলে ঠোঁট ময়াশ্চারাইজ থাকবে।