মন খারাপ না করে বরং এখনই জেনে নিন পরের বছরের পুজো নির্ঘন্ট
credit: TV9
TV9 Bangla Desk
দেখতে দেখতে শেষ পুজো। এবার চোখের জলে মাকে বিদায় জানানোর পালা। সঙ্গে শুরু এক বছরের অপেক্ষা। আবার কবে আসবে মা, এই একটাই প্রশ্ন এখন সব বাঙালির মনে। চলুন জেনে নেওয়া যাক দুর্গাপুজো ২০২৬-এর নির্ঘন্ট।
দশমীর সুর
২০২৬ সালে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়া পড়েছে ১০ অক্টোবর, শনিবার। এই দিন হবে পিতৃপক্ষের অবসান। সঙ্গে বেজে উঠবে ঢাকের বাদ্যি।
মহালয়া
মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ বা প্রথমা থেকে শুরু হয় নবরাত্রি। এই উৎসব অবশ্য গোটা দেশ জুড়ে পালিত হয় মহা ধুমধাম করে। আকাশে বাতাসে তখন শুধুই মায়ের আগমনের সুর।
মহালয়ার আমেজ
মহালয়ার ঠিক এক সপ্তাহ পর শুরু হয় পুজো। ১৭ অক্টোবর, শনিবার পড়ছে ষষ্ঠী। ওই দিন থেকেই মূলত দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। বোধন হবে দেবীর। তারপর ৫ দিন ধরে চলবে মাতৃ আরাধনা।
ষষ্ঠী
দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে উৎসবের দিনগুলি। ১৮ অক্টোবর, রবিবার পালিত হবে সপ্তমী তিথি। সপ্তমী মানে ভোরে নবপত্রিকা স্নান। তারপর সপ্তমী পুজো।
সপ্তমী
১৯ অক্টোবর, সোমবার পড়েছে অষ্টমী। দুর্গাপুজোয় এই দিনের গুরুত্ব অপরিসীম। সকালবেলায় অষ্টমীর অঞ্জলি। প্রিয় মানুষের পাশে দাঁড়িয়ে অঞ্জলির দেওয়ার উত্তেজনা আজও একই আছে।
অষ্টমী
অষ্টমীর দিন হবে সন্ধিপুজো। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে ৪৮ মিনিট ধরে হবে সন্ধিপুজো। ১০৮ পদ্ম নিবেদন করা হবে দেবীকে।
সন্ধিপুজো
২০ অক্টোবর, মঙ্গলবার পড়ছে নবমী। পুজোর মূল পর্বের শেষ দিন হিসেবে এই দিনে থাকে নানা বিশেষ আচার-অনুষ্ঠান। কোথাও কোথাও প্রচলিত আছে বলিপ্রথার।
নবমী
বিজয়া দশমী ২১ অক্টোবর, বুধবার। এদিন দেবীকে নিরঞ্জনের পালা। দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে পাঁচ দিনের উৎসব। সিঁদুর খেলা, প্রণাম ও মিষ্টিমুখের মধ্য দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে বিজয়ার আবহ।
বিজয়া দশমী
২ অক্টোবর বিজয়া দশমীর পর এ বছর কোজাগরী লক্ষ্মীপুজোর নির্ঘণ্ট হল ৬ অক্টোবর। তবে আগামী বছর কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর।