15th January, 2025
সাধু না 'মডেল'! মহাকুম্ভের মাঝে ভাইরাল ৭ ফুটের 'বাবা'
Credit - Instagram
TV9 Bangla
প্রয়াগরাজে চলছে এ বারের মহাকুম্ভ। দেশ-বিদেশ থেকে বহু সাধু, সন্ন্যাসীরা সেখানে হাজির হয়েছেন। মহাকুম্ভ চলবে ২৬ ফেব্রুয়ারি অবধি।
মহাকুম্ভ মেলার মাঝে নাগা সাধু, মহিলা নাগা সন্ন্যাসীদের নিয়ে আলোচনা চলছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন এক বিদেশি সাধু।
কে এই বাবা? মহাকুম্ভর মাঝে হঠাৎ করেই শিরোনামে আসা ৭ ফুটের বিদেশি বাবার নাম আত্ম প্রেম গিরি। তিনি রাশিয়ার বাসিন্দা। তিনি মহাকুম্ভে এসেছেন।
আত্ম প্রেম গিরি নেপালে থাকাকালীন সনাতন ধর্ম গ্রহণ করেছেন। তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায়, বহু আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করেছেন তিনি।
ইন্সটাগ্রাম বায়োতে আত্ম প্রেম গিরি লিখে রেখেছেন, 'জুনা আখাড়ার যোগী-মঙ্ক (সাধু)।' সেখান থেকেই জানা যায়, তিনি হিমালয়ান সিদ্ধ যোগা ও মেডিটেশন শেখান।
ইন্সটাগ্রামে তাঁর ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে জিমে ডাম্বেল দিয়ে শরীরচর্চা করছেন তিনি। সেই ভিডিয়োটিতে প্রায় ৭ লক্ষ লাইক পড়েছে।
সনাতন ধর্মে দীক্ষিত আত্ম প্রেম গিরির চেহারা সুঠাম। তিনি জিমে সময় কাটান বলে, তাঁর হাতের পেশিও দেখার মতো। যেমন লম্বা, তেমন সুদর্শন তিনি।
আত্ম প্রেম গিরির ইন্সটাগ্রামে দেখা যায় বেশিরভাগ সময় তিনি গেরুয়া বস্ত্র পরে রয়েছেন। তাঁর হাতে ও গলায় নজরে পড়ে রুদ্রাক্ষের মালা।
আরও পড়ুন