6th July, 2025

স্নান করার সময় কানে ঢুকেছে জল? কোন উপায়ে মিলবে রেহাই

TV9 Bangla 

Credit - Pinterest, Getty Images 

শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কান। একবার শ্রবণশক্তি চলে গেলে যে কেউ বিরাট চাপে পড়েন।

কানের যত্ন তাই সবসময় নেওয়া জরুরি। স্নান করার সময় যে কারও কানে জল ঢুকতে পারে। তখন কী করবেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

স্নানের সময় যে কারও অসাবধানতার জন্য কানে জল ঢুকতে পারে। বিশেষ করে বাচ্চাদের এই সমস্যা প্রায়শই হয়। অল্প জল ঢুকলে সমস্যা নেই। বেশি জল কানে ঢুকলে সারাদিন অস্বস্তিতে কাটে।

কানে বেশি জল ঢুকলে কান বন্ধ হয়ে যায়, ব্যথা হয়, এমনকি সংক্রমণের সম্ভবনাও তৈরি হয়। এই সময় কয়েকটি টোটকা কাজে লাগিয়ে দেখতে পারেন।

যে কানে জল ঢুকেছে ওই কানে বালিশ চাপা দিয়ে শুয়ে থাকুন। যদি পারেন ঘুমোতে হবে। ঘুম ভাঙলে দেখা যাবে সমস্যা অনেকটাই মিটেছে। হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারেন। কানে গরম হাওয়া গেলে আরাম হতে পারে।

চুইং গাম জাতীয় জিনিস চিবিয়ে খেতে পারেন। তা চিবোনোর সময় দাঁত, মাড়ি ও কানের পাশের পেশিগুলি ওঠানামা করে। তখন কানের জল বেরিয়ে আসতে পারে। সেইসঙ্গে বন্ধ কান খুলে যেতে পারে।

যে কানে জল ঢুকেছে ওই দিকে মাথা কাত করতে হবে। এরপর হাতের তালু কানের উপরে রেখে চাপ দিতে পারেন। তারপর হাতটি সরালে দেখতে পাবেন খানিকটা জল বেরিয়েছে। কয়েকবার করলে পুরো জল বেরিয়ে যাবে।

লম্বা শ্বাস নিয়ে আঙুল দিয়ে নাক বন্ধ করতে হবে। এবার বন্ধ নাক দিয়ে নিঃশ্বাস ফেলার চেষ্টা করতে হবে। সেই সময় কানে আওয়াজ শুনতে পাবেন। বুঝতে হবে কানে থাকা জল বেরিয়ে বন্ধ কান ঠিক হয়ে গিয়েছে।

এইসব টোটকা কাজে লাগিয়েও সমস্যা না মিটলে চিকিৎসকের কাছে যেতে হবে। নিজে থেকে কানের ড্রপ কিনে ব্যবহার করা ঠিক হবে না। চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ ও ড্রপ ব্যবহার করা ভালো।