13 February 2024

শখের কাচের বাসন পরিষ্কার করবেন কীভাবে?

credit: istock

TV9 Bangla

শখের ডিনার সেট বিশেষ দিন ছাড়া ব্যবহার করেন না। কাচের বাসন একটু সতর্ক হয়ে ব্যবহার করলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।

কাচের বাসনের সঠিক যত্ন না নিলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া বাসন ফ্যাকাশে হয়ে যায় বা হলদেটে হয়ে পড়ে।

কাচের বাসন চকচকে রাখতে গেলে আপনার বিশেষ কিছু টিপস মানতেই হবে। কীভাবে কাচের বাসনের যত্ন নেবেন, রইল সহজ উপায়।

কাচের বাসনে মশলা বসে না। কিন্তু ঠিকমতো বাসন না মাজলে তেলমশলার দাগ থেকে যায়। তাই এটা ঠিকমতো ধোয়া দরকার।

কাচের বাসন মেটাল স্ক্রাবার দিয়ে কখনওই মাজবেন না। নরম স্পঞ্জ দিয়ে কাচের বাসন পরিষ্কার করে নিন। এতে বাসন ভাল থাকবে।

ইষদুষ্ণ জলে চার চামচ লেবুর রস মিশিয়ে কাচের বাসন তাতে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর বাসন মাজার তরল সাবান দিয়ে ধুয়ে নিন। 

সাবান দিয়ে ধোয়ার পর একবার  ভিনিগার মেশানো জল দিয়ে বাসনগুলো ধুয়ে নিন। এতে হলদেটে দাগ ও তেল চিটেভাব চলে যাবে।

কাচের বাসন ধোয়ার পর সঙ্গে সঙ্গে শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিন। দীর্ঘক্ষণ ফেলে রাখলে দাগ পড়ে যেতে পারে।