09 March 2024
ভাঙা নখ জোড়া লাগান ১ মিনিটে
credit: istock
TV9 Bangla
নখ ভেঙে যাওয়া কিছু মেয়েদের কাছে দুঃস্বপ্নের মতো। যত্ন সহকারে বড় করা নখ, চোট লেগে ভেঙে গেলে মনটাও ভেঙে যায়।
একটা নখ ভেঙে গেলে বাকি আঙুলের নখগুলোও কেটে ফেলতে হয়। নয়তো বাকি আঙুলের নখগুলো ঠিক শেপে থাকে না। এটা আরও কষ্টকর।
হঠাৎ করে নখ ভেঙে গিয়েছে বলে দুঃখ পাওয়ার কিছু নেই। বরং, ভাঙা নখ জোড়া লাগানোর সহজ ও মজাদার টোটকা জেনে রাখুন।
ঘরে থাকা সাধারণ সামগ্রী দিয়েই আপনি ভাঙা নখ জোড়া লাগাতে পারেন। বাড়িতে কীভাবে ভাঙা নখ জোড়া লাগাবেন, দেখে নিন এক নজরে।
একটি টি ব্যাগ নিন। টি ব্যাগের কাগজটা চওড়া করে কেটে নিন। পাশাপাশি কিনে আনুন নেল গ্লু। এটা দিয়েই ভাঙা নখ জোড়া লাগবে।
প্রথমে ভাঙা নখের উপর নেল গ্লু লাগিয়ে নিন। এরপর টি ব্যাগের কাগজ বসিয়ে দিন। এবার নখের আকারে কাগজটা কেটে নিন।
টি ব্যাগের পাতলা কাগজের অংশটা নখের উপর বসতে একটু বেশি সময় নেবে। সেই সময় হাত খুব বেশি নাড়াচাড়া করবেন না।
এবার নখের উপর ট্রান্সপারেন্ট নেল পলিশ নিয়ে বেস কোট লাগিয়ে নিন। তার ওপর পছন্দের নেলপলিশ লাগিয়ে নিলেই কাজ শেষ।
আরও পড়ুন