গালে চান গোলাপি আভা? এই কাজ করলে লাগবে না ব্লাশারও
Credit - Pinterest
TV9 Bangla
দুর্গাপুজো আসতে আর প্রায় ২ মাস বাকি। এমন সময় অনেকে ত্বকের নিয়ম করে যত্ন নেন। তবে পুজোর ঠিক আগে শুধু ত্বকের যত্ন নিলে চলবে না।
সারা বছর ঠিক করে ত্বকের যত্ন নিতে হবে। কেউ গালে প্রাকৃতিক গোলাপি আভা চাইলে ব্লাশার ব্যবহার ছাড়াই তা পেতে পারেন। জানেন কীভাবে?
কেউ যদি বছরভর ত্বকের সঠিক যত্ন নেয়, তা হলেই তফাৎ নজরে পড়বে। এবং পুষ্টিকর খাবার খেলেই সবসময় ত্বক ভালো থাকবে।
অনেকে নিজের লুক বদলের জন্য মেকআপ করেন। বর্তমানে অনেকেই ওয়াটারপ্রুফ মেকআপ করেন। কিন্তু তাতে ঠিক গোলাপি আভা পাওয়া যায় না।
মার্কেটে ফাউন্ডেশন, আইলাইনার, কাজল ওয়াটারপ্রুফ পাওয়া যায়। তবে ব্লাশ ওয়াটারপ্রুফ মেলে না। পাউডার বা ক্রিম নির্ভর ব্লাশ দীর্ঘস্থায়ী। কিন্তু ওয়াটারপ্রুফ নয়।
গালে গোলাপি আভা আনতে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে ম্যাসাজ করতে হবে। এতে ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হয়, ত্বকের জেল্লা বাড়ে।
গালে গোলাপি আভা পাওয়ার জন্য কেউ কেউ বিটরুট বা গোলাপের ফেসপ্যাক লাগান। অ্যালোভেরা জেলের সঙ্গে বিটের রস বা পাউডার মিশিয়েও দু'গালে মাখলে গালে টুকটুকে লাল ভাব দেখা যাবে।