07 February 2024
প্রেমের মরশুমে ঠোঁটে পান গোলাপের আভা...
credit: istock
TV9 Bangla
রোজ় ডে দিয়ে শুরু প্রেমের সপ্তাহ। গোলাপ দিয়ে ভালবাসার কথা জানাবেন। তার সঙ্গে নিজেরও দেখভাল করুন এই ফুল দিয়ে।
রূপচর্চার দুনিয়ায় বরাবরই গোলাপের কদর বেশি। গোলাপ জল থেকে এসেনশিয়াল অয়েল, নানা উপায়ে এই ফুল ব্যবহার করা হয়।
ভালবাসার মরশুমে ঠোঁটে ঠোঁট রাখবেন। কিন্তু ফাটা ঠোঁট নিয়ে চুমু খেলে লজ্জায় পড়তে পারেন। তাই গোলাপ দিয়ে ঠোঁটের পরিচর্যা করুন।
ঠোঁটকে এক্সফোলিয়েট করতে গোলাপের সাহায্য নিন। গোলাপের স্ক্রাব ঠোঁটকে নরম ও মসৃণ করে তুলতে সাহায্য করে।
এক মুঠো গোলাপের পাপড়ি শুকনো করে নিন। তারপর সেগুলো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। এটা আপনি কৌটোতে ভরেও রাখতে পারেন।
১ চামচ গোলাপের পাপড়ির পাউডার, ১ চামচ চিনির গুঁড়ো, ১ চামচ নারকেল তেল ও ১ চামচ মধু নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন।
এই গোলাপের স্ক্রাব নিয়ে ঠোঁটের উপর লাগান। এরপর সার্কুলার মোশনে মালিশ করুন। ১-২ মিনিট মালিশ করে ধুয়ে ফেলুন।
এই গোলাপের লিপ স্ক্রাব ঠোঁট থেকে মৃত কোষ পরিষ্কার করে দেবে। এতে আপনি পেয়ে যাবেন গোলাপের মতো নরম ও মসৃণ ঠোঁট।
আরও পড়ুন