23 July, 2025

তেল চিটচিটে রান্নাঘরের চিমনি সঙ্গে কালিঝুলি? মাত্র ১০ মিনিটে করুন সাফ

Credit - Pinterest, X

TV9 Bangla

কিচেন চিমনি শব্দটির সঙ্গে আজকাল কমবেশি সকলেই পরিচিত। মডিউলার কিচেন হোক বা সাধারণ কিচেন চিমনি আজকাল প্রায় মাস্ট।

ক্রমাগত ব্যবহারের ফলে চিমনি চিটচিটে হয়ে যা। তেল চিটচিটে চিমনি পরিষ্কার করার ঝক্কি অনেক। তবে মাত্র ১০ মিনিট সময় দিলেই পরিষ্কার করতে পারবেন আপনার বাড়ির চিমনি।

রইল সেই টিপস। প্রথমেই চিমনির মধ্যে থাকা নেট খুলে নিতে হবে। এরপর ব্রাশ দিয়ে তা ঝেড়ে ফেলতে হবে। তা হলে দেখা যাবে নেটের উপর থাকা ময়লা ঝরে পড়বে।

এরপর তেল চিটচিটে দাগ ও কালিঝুলি পরিষ্কার করার পালা। একটি বড় পাত্রে গরম জল নিন। সেই জলের ১/৪ অংশ বেকিং সোডা নিন। তাতে চিমনির নেট ডুবিয়ে রাখুন।

এরপর ওই গরম জলে ডুবিয়ে রাখা ও নেট থাকা পাত্রটি গ্যাস ওভেনের উপর বসিয়ে দিন। ভালো করে ফোটান। কিছুক্ষণ পর নামিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ঘষুন। আগের মতো পরিষ্কার হবে চিমনির নেট।

ভিনিগার ও লেবুর রস যে কোনও জেদি দাগ তুলতে ওস্তাদ। চিমনির গায়ের তেল চিটচিটে দাগও তুলতে পারে ভিনিগার ও লেবুর রস।

গরম জলের সঙ্গে ভিনিগার ও লেবুর রস মিশিয়ে ব্রাশ দিয়ে চিমনি পরিষ্কার করলে তৈলাক্ত ভাব কেটে যায়। একেবারে নতুনের মতো চকচকে লাগে।

মাসে ২ বার যদি চিমনি পরিষ্কার করে নেন, তা হলে অতিরিক্ত তৈলাক্ত ভাব হবে না। আর যদি একান্তই সময় না থাকে, তা হলে মাসে একবার তো চিমনি পরিষ্কার করতেই হবে।