19 July, 2025

ঠাকুরের পিতল-কাঁসার বাসন মাজতে ছুটছে কালঘাম? রইল পরিষ্কারের সহজ উপায়

Credit - Pinterest 

TV9 Bangla

অনেকের বাড়িতে নিয়মিত কাঁসা ও পিতলের বাসন ব্যবহার হয় না। সাধারণ পুজো বা বিশেষ কোনও অনুষ্ঠান পড়লে এইসকল বাসন বের করা হয়।

পিতল, কাঁসা, তামা হোক বা রুপো এই সকল বাসন ব্যবহারের একটা বড় সমস্যা হল এগুলো পরিষ্কার করা। এগুলো থেকে দাগ যেতেই চায় না। যার ফলে কালঘাম ছোটে অনেকের।

কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে এইসকল বাসনগুলো বাড়িতেই পরিষ্কার করা যায়। চলুন জেনে নেওয়া যাক সেই সকল টিপস।

কাঁসার বাসন পরিষ্কার করবেন কীভাবে? এই বাসন পরিষ্কারের করার জন্য ব্যবহার করতে পারেন নুন এবং পাতিলেবুর রস।

প্রথমে পাতিলেবু দু'টুকরো করে কাটুন। তাতে নুন মাখান। এবার ওই লেবু দিয়ে বাসন মাজুন। লেবুর রস ও নুন বাসনে ২০ মিনিট রেখে দিয়ে ধুলেই তা হবে পরিষ্কার।

তামার বাসন তেঁতুল দিয়ে মাজা যায়। এই ঘরোয়া প্রতিকারের ফল দারুণ। এক কাপ জলে তেঁতুল ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর তেঁতুলটা বাসনে মেখে রাখুন। এরপর বাসন মাজার জালি দিয়ে মাজলেই তামার বাসন চকচক করবে।

রুপোর বাসন পরিষ্কারের কাজে লাগে ছাই। এটি স্ক্রাবের কাজ করে। ছাই দিয়ে ভালো করে ঘষে মেজে নিতে হবে রুপোর বাসন। এরপর জল দিয়ে ধুয়ে সুতির কাপড়ে মুছতে হবে।

পিতলের বাসন ঝকঝকে করতে ভিনিগার ও বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এক বাটিতে দুটো জিনিস মিশিয়ে স্পঞ্জ ডুবিয়ে বাসনে লাগান। ১৫ মিনিট পর ধুলেই পরিষ্কার।