পেঁয়াজ, রসুন কাটলে হাতে গন্ধ থেকে যায়।

পেঁয়াজ, রসুনে সালফার থাকায় গন্ধ সহজে যেতে চায় না।

এমনকী সাধারণ লিক্যুইড সাবান ব্যবহারের পরও গন্ধ যায় না।

পেঁয়াজ, রসুন কাটার পর সহজ টিপস মেনে হাত ধুয়ে নিন।

হাতে পাতিলেবুর রস মেখে ১৫ মিনিট বসে থাকুন। তারপর হাত ধুয়ে নিন।

এছাড়াও হাতে পাতিলেবুর খোসা ঘষতে পারেন। গন্ধ একেবারে চলে যাবে।

রসুন-পেঁয়াজ কাটার আগে আরও একটা কাজ সারতে পারেন।

পেঁয়াজ, রসুন কাটার হাতে সর্ষের তেল মেখে নিতে পারেন।

কাজ শেষে সাবান নিয়ে হাত ধুয়ে নিলেই আর গন্ধ থাকবে না।