tea
insomnia 3

3 August 2024

ব্যবহার করা চা পাতা কিন্তু ফেলনা নয়

credit: istock

image

TV9 Bangla

tea (1)

দিনে অন্তত দু'বার চা বানান। কিন্তু ব্যবহার করা চা পাতা তুলে রাখেন না একবারও। ফোটানো চা পাতা পুনরায় ব্যবহার করাও যায় না।

tea (2)

ফোটানো চা পাতা পুনরায় ব্যবহার করলে চায়ের স্বাদ তেঁতো হয়ে যায়। চা না বানালেও ফোটানো চা পাতা পুনরায় ব্যবহার করা যায়।

tea (3)

চা পাতা জলে ভিজিয়ে নিন। ওই জলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। এটি ঘরে রুম ফ্রেশনার হিসেবে স্প্রে করলে ভ্যাপসা গন্ধ দূর হবে।

ব্যবহার করা চা পাতা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। চানামশলা কিংবা ঘুগনি রান্নার সময় ওই জল ছেঁকে নিয়ে মেশাতে পারেন। 

চা পাতা ফুটিয়ে নিন। ওই জলে লেবুর রস ও বাসন মাজার তরল সাবান মিশিয়ে দিন। এটা দিয়ে আপনি চপিং বোর্ড পরিষ্কার করতে পারেন।

ব্যবহার করা টি ব্যাগ জুতোর ভিতর রেখে দিন। এক ফোঁটা এসেনশিয়াল অয়েলও মেশান। এতে জুতোর দুর্গন্ধ দূর হয়ে যাবে।

ছোটখাটো কাটাছেঁড়ার উপর চা পাতা চেপে ধরুন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিসেপ্টিক উপাদান ক্ষত সারিয়ে তুলবে।

ব্যবহার করা চা পাতা ফেলে না দিয়ে গাছের গোড়ায় ঢেলে দিন। ছাদবাগানে এই টোটকা কাজে লাগালে গাছ খুব ভাল হবে।