কালো রঙের পোশাক ভালবাসেন? আপনারও কি এই গুণ রয়েছে দেখুন তো
credit:Meta AI
TV9 Bangla
কোনও মানুষ কী রকম পোশাক পরেন, কী রঙের পোশাক পরতে ভালবাসেন, তা কিন্তু তাঁর সম্পর্কে অনেক কথা বলে দিতে পারে।
কোনও ব্যক্তির চরিত্রের অনেক গোপন কথা বলে দেয়, তাঁর পোশাক বাছাইয়ের ধরন। অনেকেই কালো পোশাক পছন্দ করেন। জানেন তাঁরা কী ধরনের মানুষ?
জ্যোতিষ শাস্ত্র বলছে কালো রং যাঁদের পছন্দ, তাঁরা খুব নিয়মকানুন সম্পর্ক খুব সচেতন হয়। সব সময় নিয়ম মেনে চলতে ভালবাসেন, কোনও কিছু করার আগে খতিয়ে দেখে নেন।
অকারণে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ইয়ার্কি-ফাজলামো করা বা কাজের জায়গা ক্যাজুয়াল মনোভাব রাখাটা এঁদের স্বভাব বিরুদ্ধ। ডিসপ্লিন এঁদের মূল মন্ত্র।
সব সময় নিজেদের উপর এঁদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। দায়িত্ব বোধ সম্পর্কে এঁরা অত্যন্ত সচেতন হয়। নিজেদের দায়িত্ব সম্পূর্ণ ভাবে পালন করেন।
জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয়, কালো রং যাঁদের বেশি পছন্দ তাঁদের উপরে শনি দেবের প্রভাব বেশি থাকে। আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকতেও পছন্দ করেন এঁরা।
মানসিক ভাবে অত্যন্ত দৃঢ় প্রকৃতির মানুষ হন এঁরা। মানসিক ভাবে নিজেদের শক্ত ভাবে গড়ে তুলতে জানেন এঁরা।
মনে রাখবেন, কালো মৃত্যু,দুঃখ, বিদ্রোহ এবং বিষাদের রং। তাই এই রঙের পোশাক বেশি পরা এড়িয়ে যাওয়াই ভাল। বিশেষ করে কোনও শুভ অনুষ্ঠানে কালো রং না পরাই ভাল।