22 Aug 2024

বর্ষাকালে জামার স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ দূর করবেন কী ভাবে?

credit: google

TV9 Bangla

বর্ষাকালে এলে নানা ঝামেলা। মেঘলা দিনে জানলার ধারে বসে, চা খেতে ভাল লাগলেও রাস্তায় বেরোলেই জল-কাদা। আবার জামাকাপড় থেকেও নির্গত হয় দুর্গন্ধ।

ভিজে জামাকাপড় এমনিতেই শুকোতে চায় না। তবে শুকোলেও সমস্যা, বিচ্ছিরি গন্ধ বেরোয়। নিজের জামা নিজের পড়তে ইচ্ছা করে না। তবে কিছু টিপস জানা থাকলেও হবে মুশকিল আসান।

বর্ষাকালে জামাকাপড়ে ছাতা পড়ে যায়। আবার এর ফলে দুর্গন্ধ বেরোয়। ঘামে ভেজা জামাকাপড় জড়ো করে রেখে দিলে এটা হয়। তাই আলাদা আলাদা করে ঝুলিয়ে রাখুন, এমন জায়গায় যেখানে হাওয়া চলাচল করে। 

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। তাই জামাকাপড় ভিজে ভাব থাকে। ফলে নানা জীবাণু, ছত্রাক জন্মায়। তাই ঘামে ভেজা জামা আগেই না কেচে ফ্যানের তলায় রেখে শুকিয়ে নিন। 

বর্ষাকালে কাপড় কাচতে জীবাণুনাশক সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করুন। সঙ্গে ভিনিগার বা বেকিং সোডা মিশিয়ে দিতে পারেন। এতে স্যাঁতস্যাঁতে গন্ধ হবে না।

জামাকাপড় শেষবার ধোবার সময় সেই জলে সামান্য লেবুর রস মিশিয়ে দিতে পারেন। এতে সোঁদা গন্ধ হবে না। অথবা জিবাণুনাশক তরলেও ধুয়ে নিতে পারেন।

রোজ যদি বাইরে যেতে হয় তাহলে জামাকাপড় ডেটল জলে ধোওয়াই ভাল। জামাকাপড় ধুয়ে ডেটল জলে দশ মিনিট ডুবিয়ে রাখলে এতে কাপড়ে সুগন্ধ আসবে, কোনও জীবাণু বাসা বাঁধতে পারবে না।

জামাকাপড় শুকিয়ে গেলে তা তুলে রাখার সময়ে সাবধান হতে হবে। প্রয়োজনে এই সময়ে ন্যাপথলিন দিয়ে রাখুন। তাহলে ভাল থাকবে।