6 July 2024
বৃষ্টির জল মাথায় পড়েছে? চুলের বারোটা বাজতে পারে
credit: istock
TV9 Bangla
বর্ষায় চুল নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা না করাই ভাল। এই মরশুমেই চুলের নানা সমস্যা দেখা দেয়। অঝোরে চুল পড়তে থাকে এই সময়।
বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি থাকে যে, তার প্রভাব চুলেও পড়ে। চুলের ফলিকল দুর্বল হয়ে যায় এবং চুল পড়া বাড়ে।
বর্ষাকালে স্ক্যাল্পে ছত্রাক সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পায়। এর জেরেও নানা সমস্যা দেখা দেয় চুল ও স্ক্যাল্পে। তবে, মুক্তির উপায়ও রয়েছে।
বৃষ্টির জল মাথায় পড়লে যেমন জ্বর হওয়ার আশঙ্কা থাকে, তেমনই চুলেরও বারোটা বাজতে পারে। এই মরশুমে কীভাবে চুলের খেয়াল রাখবেন, রইল টিপস।
মাথায় বৃষ্টির জল পড়লে বাড়ি ফিরে সাধারণ জল দিয়ে চুল ধুয়ে নিন। শ্যাম্পু করলে আরও ভাল। এতে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে।
আর্দ্রতা বেশি হওয়ায় চুলের গোড়ায় ঘাম জমে এবং স্ক্যাল্প চিটচিটে হয়ে যায়। বর্ষাকালে রাসায়নিক-মুক্ত ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন।
বর্ষাকালে চুল শুকনো হতে বেশি সময় নেয়। কিন্তু এই কারণে ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। তাপ চুলের কিন্তু আরও ক্ষতি করে।
চুলের যত্ন নিতে এই মরশুমে ডায়েটে ভিটামিন এ, সি, ডি, ও বি, জিঙ্ক, আয়রন, প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখুন।
আরও পড়ুন