25 MAY 2025

রাজধানীও থেমে যায়...জানেন, এই ট্রেন যখন চলে; সব সিগন্যাল সবুজ থাকে

credit:TV9

TV9 Bangla

ভারতের ভিআইপি ট্রেনের নাম বললেই মাথায় আসে রাজধানী, বন্দে ভারত বা শতাব্দী এক্সপ্রেসের কথা। বিলাসবহুল ট্রেন বললে মাথায় আসে মহারাজা এক্সপ্রস বা প্যালেস অন হুইল ইত্যাদি।

এমনিতে অনান্য ট্রেনের তুলনায় এই সবের ট্রেনের গুরুত্ব বেশি। প্রায় সব ট্রেনকে দাঁড় করিয়ে রেখে পাস করানো হয় রাজধানী এক্সপ্রেসকে। এমনই দাপট। তার উপর এই সব ট্রেনে কোনও ভিআইপি কেউ থাকলে তো কথাই নেই।

আপনি কি জানেন, একটি ট্রেন আছে যা ভারতে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। যাকে পাস দেওয়ার জন্য দাঁড় করিয়ে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেসও। এমনকি ট্রেনে নেতা-মন্ত্রী থাকলেও কুছ পরোয়া নেহি।

ভারতের এই রকম ভিআইপি ট্রিটমেন্ট কিন্তু পায় একটি মাত্র ট্রেন। সেটি হল অ্যাক্সিডেন্ট মেডিকেল রিলিফ ট্রেন (AMRT)। এটি কোনও যাত্রীবাহী ট্রেন নয়।

কোথাও কোনও রেল দুর্ঘটনা হলে দ্রুত সাহায্য পৌঁছে দিতে এই ট্রেন ব্যবহার করা হয়। ত্রাণ, চিকিৎসা সরঞ্জাম, ডাক্তার, নার্স এবং জরুরি সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। প্রয়োজনে আহত যাত্রীকে চিকিৎসা করে বা হাসপাতালে নিয়ে যেতে ব্যবহার করা হয়।

জরুরি চিকিৎসা সরঞ্জাম, স্ট্রেচার এবং বিছানা, ডাক্তার, নার্স এবং প্রশিক্ষিত রেল কর্মী, জল, অক্সিজেন এবং অস্ত্রোপচারের সরঞ্জাম, জেনারেটর থাকে এই ট্রেনে। প্রয়োজনে জরুরিকালীন অস্ত্রোপচার করার ব্যবস্থাও থাকে।

২০২৪ সালের হিসাব অনুযায়ী, ভারতীয় রেলওয়ের ১৭০টিরও বেশি দুর্ঘটনা ত্রাণ ট্রেন (ART) রয়েছে, যার মধ্যে ১০০টিরও বেশি সম্পূর্ণ চিকিৎসা সুবিধাসহ পূর্ণাঙ্গ AMRT ট্রেন।

উত্তর রেলওয়ে (দিল্লি), দক্ষিণ মধ্য রেলওয়ে (সেকেন্দ্রাবাদ), দক্ষিণ রেলওয়ে (চেন্নাই) এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলপথ (কলকাতা) সেক্টরের কন্ট্রোলে থাকে এই ট্রেন। দেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে ইয়ার্ড এবং স্টেশনগুলিতে থাকে এই ট্রেন।