31 MAY 2025

রক্তনীলা সবার জন্য শুভ নয়! কাঁদের জন্য এটি সুখের চাবিকাঠি?  

credit:TV9

TV9 Bangla

রক্তনীলা বা রুবিকে মনে করা হয়  সূর্যের প্রতিনিধি। জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শক্তিশালী ও গৌরবময় রত্ন হিসেবে বিবেচিত। সূর্যদেবকে ধারণ করা সবার জন্য মঙ্গলময় নয়। কাদের জন্য এই রত্ন সুখ-সমৃদ্ধি বয়ে আনে?  

রক্তনীলা সূর্যগ্রহের রত্ন এবং সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। তাই এই রাশির ব্যক্তিদের জন্য এটি সবচেয়ে উপযুক্ত রত্ন।

যদি কারও কুষ্ঠিতে সূর্য ১ম, ৫ম, ৯ম বা ১০ম ঘরে অবস্থান করে এবং শুভ ফলদায়ী হয়, তবে রক্তনীলা পরা যেতে পারে।

রাজনীতি, প্রশাসন, নেতৃত্বমূলক পেশা বা উচ্চপদস্থ চাকরিতে থাকা ব্যক্তিরা রক্তনীলা পরলে আত্মবিশ্বাস ও কর্তৃত্ব বাড়ে।

যদি কেউ মানসিকভাবে দুর্বলতা, আত্মবিশ্বাসের অভাব বা সিদ্ধান্তহীনতায় ভোগেন, তবে এই রত্ন তাদের সাহস ও স্থিরতা এনে দিতে পারে।

চোখ, হৃদপিণ্ড বা হাড়ের দুর্বলতা থাকলে সূর্য এই অঙ্গগুলোর উপর প্রভাব ফেলে। সেক্ষেত্রে রক্তনীলা চিকিৎসার পরিপূরক শক্তি হিসেবে কাজ করতে পারে (চিকিৎসকের পরামর্শের সঙ্গে মিলিয়ে পরা উচিত)।

সূর্য পিতার প্রতীক। কারও পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হলে, রক্তনীলা শুভ ফল দিতে পারে।

এই রত্ন সোনার আংটিতে বসিয়ে, সূর্যোদয়ের সময় রবিবার ডান হাতের অনামিকা আঙুলে পরা উচিত, উপযুক্ত মন্ত্র উচ্চারণ করে।