16th May, 2025

জিমে যাওয়ার আগে জেনে নিন আপনি পারবেন তো!

TV9 Bangla

Pic Credit- Freepik

আজকাল ফিটনেস নিয়ে ভাবনা আসলেই অনেকে মনে করেন জিমে গেলেই রোগা হওয়া যাবে। ছেলে-মেয়ে নির্বিশেষে নিজেকে ছিপছিপে রাখতে জিমে ছুটছে।

যে সকল ব্যক্তি জিম-মুখী হচ্ছেন, তাঁরা কি আদৌ জানেন যে তাঁদের শরীর জিমে যাওয়ার জন্য তৈরি কিনা? এটা বুঝবেন কীভাবে? জেনে নিন বিশেষজ্ঞ কী বলছেন।

বর্তমানে ফিটনেস নিয়ে অনেকেই সচেতন। কেউ কেউ আবার অতিরিক্ত মেদ শরীরে জমে যাওয়ার পর তা ঝরানোর কথা ভাবেন। তখনই মাথায় আসে জিম যাওয়ার কথা।

নায়ারণা-আরএন টেগোর হসপিটালের বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন অতনু সাহা টিভি নাইন বাংলাকে জানিয়েছেন, জিমে যাওয়ার অভ্যাস গড়া নিয়ে কিছু কথা।

ডাক্তার অতনু সাহা জানিয়েছেন যে, প্রতিটি ব্যক্তির শরীর সুস্থ রাখার জন্য হাঁটা, ব্যায়াম, জিম, যোগা করা জরুরি। যিনি ২০-৩০ বছর ব্যায়াম করেননি, হঠাৎ করে তিনি জিমে গেলে স্বাভাবিক বোধ নাও করতে পারেন।

বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন অতনু সাহার কথায়, জিম করা ভালো। তবে সেটা নিয়মিত করার অভ্যাস তৈরি করতে হবে। অনিয়মিত জিম গেলে লাভ নেই।

বিশেষজ্ঞর কথায় কখনও শুধু জিম করলে যে ওজন কমে যাবে, তা নয়। নিয়মিত জিমে ঘাম ঝরানোর পাশাপাশি সঠিক ডায়েট মেনে চলতে হবে।

জিমে যাওয়ার পাশাপাশি ফিট থাকতে হালকা দৌড়ানো ভালো বলে জানিয়েছেন বিশেষজ্ঞ। জগিং ও যোগা করার কথাও তিনি জানিয়েছেন।