eye brow1
insomnia 3

29 July 2024

পাতলা ভ্রু হবে ঘন, মেনে চলুন এই ঘরোয়া টিপস

credit: istock

image

TV9 Bangla

eye brow

সকলেই নিজেকে সুন্দর করে তুলতে চায়। তার জন্য অনেকেই পার্লারে যান। বিশেষত, ভ্রু ঠিক করা তো মহিলাদের রুটিন-মেকাপ হয়ে দাঁড়িয়েছে।

eye brow3

অনেকেই ভ্রু মোটা বা সরু করতে নিয়মিত পার্লারে যান। থ্রেডিং করে ভ্রু সুন্দর করে নিজেকে নিখুঁত করে তোলেন। বর্তমানে ঘন ভ্রু ট্রেন্ডিংয়ে রয়েছে।

eye brow5

থ্রেডিং করে যেমন মোটা ভ্রু পাতলা করা যায়, তেমনই বাড়িতে বিশেষ যত্ন নিয়ে ভ্রু ঘন ও লম্বা করতে পারেন।

ভ্রু-র সঠিক বৃদ্ধির জন্য কার্যকরী কাঁচা দুধ। তুলো দিয়ে কাঁচা দুধ ভ্রু-তে একবার লাগান এবং ম্যাসাজ করুন।   

তাজা অ্যালোভেরা জেল ভ্রুতে লাগিয়ে ম্যাসাজ করুন এবং ৩০ মিনিট পর ধুয়ে নিন। এতে উপস্থিত ভিটামিন ও মিনারেল ভ্রু-র চুলের বৃদ্ধি করতে সাহায্য করে।

১ কাপ মেথি সারারাত জলে ভিজিয়ে পরদিন সকালে পেস্ট করে নিন। এই পেস্ট ভ্রু-তে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন। এটা ভ্রু ঘন করতে সাহায্য করে।

প্রতিদিন রাতে হালকা গরম নারকেল তেল দিয়ে ভ্রু ম্যাসাজ করুন। নারকেল তেল চুল ঘন করতে খুব উপকারী।

গ্রিন টি-তে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য চুলের বৃদ্ধিতে সহায়ক। গ্রিন টি ঠান্ডা করে ভ্রু-তে ম্যাসাজ করলে ভ্রু ঘন হবে।