31st  January, 2025

চোখ ব্যথায় টনটন করছে? এ কোন রেগের লক্ষণ?

Credit -Pixabay, Canva, Getty Image 

TV9 Bangla

অনেকে চোখে ব্যথাকে অবহেলা করেন। এমনটা মোটেও ঠিক নয়। চোখে ব্যথা হওয়ার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে।

তাই কোনও ব্যক্তির চোখে ব্যথা হলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চোখে ব্যথা একাধিক রোগের লক্ষণ হতে পারে। 

চোখ যদি ব্যথায় টনটন করে তা হলে বুঝতে হবে বেশ কয়েকটি চোখের রোগ হতে পারে। তার মধ্যে অন্যতম কনজেক্টিভাইটিস।

কনজেক্টিভাইটিস হলে এক বা দুই চোখ লাল হয়ে যায়। এমন সময় চোখ চুলকায়। ব্যক্টেরিয়া, ভাইরাসজনিত এই রোগে চোখে ব্যথা হয়।

গ্লুকোমা হলে চোখ ব্যথা হয়। এটি চোখের সেই রোগ, যাতে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। সঠিক সময়ে চিকিৎসা না করালে এতে দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে।

দীর্ঘক্ষণ স্ক্রিন দেখা বা বই পড়ার ফলে চোখে ক্লান্তি হয়। চোখের পেশিতে চাপ পড়ে। এর ফলেও চোখে ব্যথা অনুভূত হয়।

মাইগ্রেনের সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের মাথা ব্যথার সঙ্গেই চোখেও ব্যথা হতে পারে। এই সময় চোখের চারপাশে তীব্র যন্ত্রণা অনুভূত হতে পারে।

চোখে ব্যথা ইউভাইটিসের লক্ষণ হতে পারে। এর অর্থ চোখের মধ্যম স্তরের প্রদাহ। যা চোখের দৃষ্টিশক্তি কমাতে পারে।