9 June 2024
সৌন্দর্য ম্লান করে দিচ্ছে ব্ল্যাকহেডস, এভাবে দূর করুন
credit: istock
TV9 Bangla
ধুলোবালি ও দূষণের কারণে ত্বকের ছিদ্রে ময়লা জমে যায়। এর ফলে মুখের বিভিন্ন অংশে কালো দাগ পড়তে শুরু করে, যাকে ব্ল্যাকহেডস বলে।
প্রথম থেকে ব্ল্যাকহেডসের যত্ন না নিলে পরে সেগুলি উঠে গেলেও মুখে দাগ হয়ে যায়। তাই গোড়াতেই ব্ল্যাকহেডস দূর করা জরুরি।
ব্ল্যাকহেডস দূর করতে ত্বক গভীরভাবে পরিষ্কার করা প্রয়োজন। কয়েকটি টিপস মেনে চললেই ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে পারেন।
ত্বকের ছিদ্রে ময়লা জমার বড় কারণ বাইরে থেকে এসে মুখ পরিষ্কার না করা বা রাতে মেকাপ করে ঘুমানো।
প্রতিদিন বাইরে থেকে এসে অবশ্যই ভাল করে মুখ পরিষ্কার করুন। মেকাপ না তুলে ঘুমোবেন না।
ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর অবশ্যই টোনিং করুন এবং ময়েশ্চারাইজার লাগান।
ব্ল্যাকহেডস এড়াতে সপ্তাহে একবার ত্বক এক্সফোলিয়েট বা স্ক্রাব করা প্রয়োজন। এতে ত্বকের ছিদ্র পরিষ্কার হয় এবং ময়লা জমে না।
দীর্ঘদিনের ব্ল্যাকহেডস দূর করতে বাজারে বিশেষ পিন পাওয়া যায়। এছাড়া চারকোল মাস্ক ব্ল্যাকহেডস দূর করতে খুব কার্যকরী।
আরও পড়ুন