1 July 2024
ত্বক থাকবে টানটান, এগুলি দিয়ে ফেস ম্যাসাজ করুন
credit: istock
TV9 Bangla
ত্বক উজ্জ্বল করে তুলতে আমরা সকলেই কম-বেশি অনেক কসরত। বাজার থেকে নানা প্রসাধনী কিনে মুখে লাগাই।
মুখ উজ্জ্বল করে তুলতে কেবল ক্রিম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন লাগালেই চলবে না। ত্বকের বিশেষ যত্ন জরুরি। নিয়মিত মুখে ম্যাসাজ করলে ত্বক থাকবে টানটান।
ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই ফেসপ্যাক বানিয়ে সেটা দিয়ে মুখের ম্যাসাজ করতে পারেন। তাহলে বাজারজাত ক্রিমে ব্যবহৃত রাসায়নিক থেকে ত্বকে সমস্যা হবে না।
অ্যালোভেরা, শসা, বেসন, দই, মধুর মতো উপকরণ ব্যবহার করে স্ক্রাব এবং ফেস প্যাক তৈরি করে মুখে ম্যাসাজ করতে পারেন।
ঘরোয়া উপকরণে নিজেই মুখে ম্যাসাজ করার সময় সঠিক কৌশল মেনে চলুন। সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন। কৌশল ভুল হলে ত্বক ঢিলে হয়ে যেতে পারে।
ফেসিয়াল ম্যাসাজের জন্য ফেস রোলার ব্যবহার করতে পারেন। তবে এটি ব্যবহারের আগে মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
ত্বক আর্দ্র রাখতে খুব কার্যকরী তেল। মেকাপ তোলার পর বাদাম তেল, অলিভ অয়েল, জোজোরা অয়েল এবং ট্রি ট্রি অয়েলের মধ্যে কোনও একটি দিয়ে মুখে ম্যাসাজ করুন।
অ্যালোভেরা জেলে হলুদ ও গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগান এবং সার্কুলার মোশনে ১-২ মিনিট ম্যাসাজ করুন। ত্বক শুষে নিলে ভিজে টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
Learn more