অনেক মহিলারই সাধারণ সমস্যা, মুখের অবাঞ্ছিত রোম। ঠোঁটের উপরে, কান ও গালের পাশে অতিরিক্ত রোম অনেক সময়ই অস্বস্তির কারণ হয়ে ওঠে।
অতিরিক্ত রোম তোলার জন্য অবশ্য ওয়াক্সিং, থ্রেডিং এবং লেজার ট্রিটমেন্ট রয়েছে। তবে ঘরোয়া কিছু চিকিৎসাও রয়েছে।
রোম তোলার জন্য জলের সঙ্গে হলুদ গুঁড়ো অথবা দুধ দিয়ে ঘন মিশ্রণ বানান। সেই মিশ্রণ অবাঞ্ছিত রোমের জায়গায় লাগান।
ত্বকে প্রদাহ কমানোর জন্য খুব উপকারী হলুদ। এটা অবাঞ্ছিত রোম তোলার জন্য ব্যবহার করা যায়। বিউটিশিয়ানরাও এটা ব্যবহার করেন।
বেসন ও গোলাপ জল দিয়েও একটি মিশ্রণ বানাতে পারেন। এই মিশ্রণটিও মুখের অবাঞ্ছত রোমের জায়গায় লাগালে ভাল কাজ হয়।
বেসন ও গোলাপ জলের মিশ্রণ ত্বকের শুষ্কতাও দূর করে। এই মিশ্রণ ত্বক উজ্জ্বল ও নমনীয় করে তুলতেও সাহায্য করে।
ডিমও শুষ্ক ত্বককে রক্ষা করে এবং অবাঞ্ছিত রোম তুলতে সাহায্য করে। মুখের যে অংশে অবাঞ্ছিত রোম রয়েছে, সেখানে এটা লাগালে কাজ হয়।
পেঁপে এবং হলুদ গুঁড়োর মিশ্রণও মুখের অবাঞ্ছিত রোম তুলতে খুব উপকারী। কাঁচা পেঁপে কুচি-কুচি করে কেটে তার সঙ্গে হলুদ গুঁড়ো ও জল দিয়ে মিশ্রণটি বানান এবং সেটা মুখে লাগান।