প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর...
credit:PTI
TV9 Bangla
চলছে প্রেমের সপ্তাহ। সন্ধে হলেই আবার বইছে মৃদু মন্দ বাতাস। অর্থাৎ প্রেম করার একদম আদর্শ সময়। বাঙালি প্রেম করবে অথচ রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেন না তা কখনও হয়।
নিজের প্রেমিকাকে যদি মনের কথাটা সোজা ভাবে বলতে না পারেন, তাহলে বরং ভরসা রাখুন ঠাকুরের উপরেই। তাঁর থেকে দু-লাইন ধার নিয়ে প্রকাশ করে ফেলুন মনের কথা। রইল তেমনই ৬ উক্তি।
"ভালোবেসে সখি নিভৃত যতনে আমার নামটি লিখ তোমার মনেরও মন্দিরে", গান গাইতে পারলে এই গান গেয়েই কিন্তু প্রপোজ করতে পারেন মনের মানুষকে।
আপনিও কি প্রেমিকাকে পাগলের মতো ভালোবাসেন? তাহলে সেই কথাটা এবার জানিয়েই তাঁকে, কবিতার লাইন ধার করেই বলতে পারেন, "তোমারেই যেন ভালোবাসিয়াছি/ শত রূপে শত বার/ জনমে জনমে, যুগে যুগে অনিবার।"
আপনিও কি কাজল-কালো চোখের প্রেমে পড়েছেন? হলে বরং বলেই দিন, "কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলাদিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ-চোখ।"
প্রাক্তনের প্রতি প্রেম কি এখন এতটুকুও কমেনি? তাহলে এই দুই পঙক্তি আপনার জন্যই লেখা। "রাতের সব তারাই আছে/ দিনের আলোর গভীরে।"
একতরফা প্রেম করছেন? তাহলে এই দুই লাইন আপনার জন্য, "আমার এ প্রেম নয় তো ভীরু, নয় তো হীনবল - শুধু কি এ ব্যাকুল হয়ে/ ফেলবে অশ্রুজল।"
এখনও কি আপনি মনের মানুষের অপেক্ষায় রয়েছেন? তাঁকে খুঁজে পাননি? তাহলে কবি বোধহয় এই দুই লাইন আপনার জন্যই লিখেছেন - "প্রেমের হাতে ধরা দেব/ তাই রয়েছি বসে"