02 March 2024
এই হলুদ সাধারণ নয়
credit: istock
TV9 Bangla
যে হলুদ গুঁড়ো রান্নায় ব্যবহার করেন, তার থেকে আলাদা কস্তুরি হলুদ। দক্ষিণের রাজ্যগুলোতে কস্তুরি হলুদ জনপ্রিয়তা সবচেয়ে বেশি।
কস্তুরি হলুদের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ক্যানসারের উপাদান রয়েছে। এই হলুদের কী-কী গুণ, জেনে নিন।
কাশি, গলা ব্যথার হাত থেকে মুক্তি দেয় কস্তুরি হলুদ। গরম জলে এক চিমটে কস্তুরি হলুদ মিশিয়ে গার্গেল করলে বুকে জমা কফ বেরিয়ে যাবে।
কস্তুরি হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকেলের হাত থেকে শরীরকে রক্ষা করে। টিউমারের কোষ গঠন ও বৃদ্ধিকে প্রতিরোধ করে।
ছোট হোক বা বড়, যে কোনও কাটাছেঁড়ার উপর কস্তুরি হলুদের পেস্ট লাগান। এই প্রাকৃতিক উপাদান ক্ষত নিরাময়ে সাহায্য করে।
গায়ে কস্তুরি হলুদ মাখলে মশা কামড়াবে না। মশার কামড়ের পাশাপাশি ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি দেবে কস্তুরি হলুদ।
ত্বকের যত্নে দুর্দান্ত কাজ করে কস্তুরি হলুদ। ব্রণ, দাগছোপ, র্যাশ, ডার্ক সার্কেল, একজিমার সমস্যা থেকে মুক্তি দেয় কস্তুরি হলুদ।
দুধ, দই কিংবা গোলাপ জলের সঙ্গে এক চিমটে কস্তুরি হলুদ মিশিয়ে ত্বকে মাখতে পারেন। এতে ত্বকের টেক্সচার ও টোন উন্নত হবে।
আরও পড়ুন