কিছুতেই মিটছে না অর্থকষ্ট, সংসারের অশান্তি? বাড়িতে এই সব গাছ নেই তো?
Credits:, TV9
TV9 Bangla
বাস্তুশাস্ত্র অনুযায়ী, গাছপালা শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, বরং তা ঘরের শক্তি বা চক্রেও প্রভাব ফেলে। তাই সব গাছ বাড়িতে রাখা শুভ নয়। কিছু গাছ আছে, যা বাড়ির পরিবেশে অশুভ শক্তি ডেকে আনতে পারে। কোন গাছ ভুলেও বাড়িতে রাখা উচিত নয়?
তামাক গাছ - তামাক নিজেই একটি নেশাজাতীয় ও বিষাক্ত উদ্ভিদ। এটি নেতিবাচক শক্তি সৃষ্টি করে এবং মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। বাড়িতে এটি রাখা অশুভ বলে মনে করা হয়।
বাবলা বা কাঁটা জাতীয় গাছ - যেসব গাছে কাঁটা থাকে (যেমন বাবলা, কাঁটা যুক্ত ক্যাকটাস), সেগুলি বাস্তু মতে বিবাদ, ক্লেশ ও সম্পর্কের টানাপোড়েনের প্রতীক। এগুলি বাড়ির সদস্যদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া সৃষ্টি করতে পারে।
বনবিলাস গাছ - বনবিলাস বা মেহেন্দি গাছের গন্ধ অতৃপ্ত আত্মাদের আকর্ষণ করতে পারে বলে বিশ্বাস করা হয়। বাস্তু মতে, এই গাছ বাড়িতে নেতিবাচক শক্তি বাড়াতে পারে।
মরা বা শুকনো গাছ - মরা, পচে যাওয়া বা শুকনো গাছ বাড়িতে রাখা একেবারেই অনুচিত। এটি দুঃখ, ব্যর্থতা, ও জীবনের স্থবিরতা নির্দেশ করে।
তুলসী গাছ ছায়ায় রাখা - যদিও তুলসী পবিত্র গাছ, কিন্তু একে ভুলেও ছায়াযুক্ত স্থানে রাখলে তার শুভ প্রভাব হারিয়ে যায়। ফলে, নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তেঁতুল গাছ - বাস্তু মতে তেঁতুল গাছ ঘরের সামনে বা আশেপাশে থাকলে তা দুঃস্বপ্ন, মানসিক অস্থিরতা ও অশুভ শক্তির প্রবেশ ঘটাতে পারে।
কাঁঠাল গাছ - যদিও কাঁঠাল একটি উপকারী গাছ, তবে একে ঘরের খুব কাছে লাগালে তা নেগেটিভ এনার্জি সৃষ্টি করতে পারে বলে বিশ্বাস বাস্তু মতে। বিশেষত এর পাতার ঘনত্ব ও ছায়া বাস্তু দোষ ডেকে আনতে পারে।