e ওপেন পোরস নিয়ে বিরক্ত? যা করবেন… – TV9Bangla

19 July 2024

ওপেন পোরস নিয়ে বিরক্ত? যা করবেন...

credit: istock

TV9 Bangla

তৈলাক্ত ত্বকের হাজার একটা সমস্যা। সারাবছরের সঙ্গী হয়ে থাকে ব্রণ। তবে, সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায় ওপেন পোরস।

ওপেন পোরস যত বেশি থাকবে, মুখে তেলতেলে ভাব বাড়বে। পাশাপাশি রোমকূপে ধুলোবালি, ময়লা জমবে। এটা ত্বকের ক্ষতি করে।

ওপেন পোরসের হাত থেকে পিছু ছাড়াতে হলে ত্বকের যত্ন নেওয়া দরকার। তার সঙ্গে এমন উপায় বেছে নিন যা ওপেন পোরস দূর করবে।

প্রতিদিন ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং—এই তিন ধাপ ত্বকের যত্নে মেনে চলুন। এর পাশাপাশি সাহায্য নিন ঘরোয়া টোটকার।

টক দইয়ের সঙ্গে বেসন ও হলুদ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা বাড়াবে এবং ওপেন পোরস দূর করবে।

ডিমের সাদা অংশ সরাসরি ত্বকের উপর লাগান। এতে লেবুর রসও মেশাতে পারেন। ডিমের ফেসপ্যাক ত্বককে টানটান করে তোলে।

ওপেন পোরসের উপর টমেটোর কুচি ঘষতে পারেন। এতে থেকে অ্যান্টিঅক্সিডেন্ট রোমকূপের মুখ সংকোচনে সাহায্য করে।

জলের সঙ্গেও বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে ত্বক স্ক্রাব করলে ওপেন পোরস ও মৃত কোষ দুটোই দূর হয়ে যাবে এক নিমেষে।