flight (8)
insomnia 3

7 Aug 2024

সস্তায় বিমানের টিকিট পাওয়ার সেরা ৬ উপায়

credit: istock

image

TV9 Bangla

flight1 (2)

কাজের সূত্রে হোক বা ভ্রমণের জন্য, অনেকেই বিমানে যাতায়াত করেন। কিন্তু, বিমানের ভাড়া বড্ড ছ্যাঁকা লাগে।

flight3 (1)

দিন-দিন বিমানের ভাড়া বাড়ছে। তবে কয়েকটি উপায় অবলম্বন করলে আপনিও কম দামে বিমানের টিকিট পেতে পারেন।

flight2 (1)

কম দামে বিমানের টিকিট পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল, আগে থেকে টিকিট বুকিং করা। যত আগে টিকিট বুকিং করবেন, তত কম দাম পাবেন।

বিমান সফরের প্ল্যান থাকলে এয়ারলাইন্সের বিভিন্ন ওয়েবসাইট দেখুন। বিমানের টিকিট প্রথম এয়ারলাইন্সের ওয়েবসাইটে ছাড়ার সময় দাম সবচেয়ে কম থাকে।

এয়ারলাইন্স ছাড়াও দেশি, বিদেশি বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ রয়েছে, যেগুলিতে বিমানের টিকিটে বিশেষ ছাড় দেওয়া হয়। সেগুলি থেকে টিকিট কাটতে পারেন।

অনেক সময় বিভিন্ন এয়ারলাইন্স টিকিটের দামে বিশেষ অফার দেয়। এছাড়া বিভিন্ন পর্যটন মেলাকে কেন্দ্র করে বিমানের টিকিট বুকিংয়ে বিশেষ ছাড় দেওয়া হয়।

বিশেষ উৎসব বা ছুটির সময়ে বিমানের টিকিটের চাহিদা বাড়ে, ফলে দামও বাড়ে। তাই অফ-সিজনে বিমান সফর করলে টিকিটের দামে কিছুটা ছাড় পাবেন।

বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্ন সময়ে বিশেষ গন্তব্যের টিকিটের উপর কিছু ছাড় দেয়। তাই ভ্রমণের জন্য বিমান সফরের প্ল্যান থাকলে এই অফারগুলি লক্ষ্য করুন।