সকল মহিলাই চায়, সারাদিন যেন তার মেকআপ ঠিক থাকে। তাকে তরতাজা দেখতে লাগে, আকর্ষণীয় দেখতে লাগে। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় লিপস্টিক।
অনেকেই মেকআপের পর একটা সমস্যায় ভোগেন। তা হলে তাদের লিপস্টিক নিয়ে। বেশিক্ষণ ঠোঁটে থাকে না লিপস্টিক। কীভাবে দীর্ঘ সময় লিপস্টিক ঠিক রাখবেন, উপায় জেনে নিন।
অনেক টাকা খরচ করে কেনা লিপস্টিক মানেই দীর্ঘ সময় তা ঠোঁটে থাকবে, তেমনটা নয়। অনেক সময় ভালো মানের লিপস্টিকও তাড়াতাড়ি ঠোঁটে ফিকে লাগে।
কয়েকটি সহজ উপায় অবলম্বন করলে প্রতিটি নারী অনেকক্ষণ ঠোঁটে লিপস্টিক রাখতে পারবেন। জেনে নিন সেই উপায়গুলি। ঠোঁটে দীর্ঘ সময় ধরে লিপস্টিকের রং গাঢ় ও উজ্জ্বল রাখার জন্য ঠোঁট এক্সফোলিয়েট করতে হবে।
লিপ স্ক্রাব বা চিনি-মধুর মিশ্রণ দিয়ে ঠোঁট আলতো ঘষতে হবে। তাতে ঠোঁট নরম হবে। লিপস্টিক ভালো সেট হবে। স্ক্রাবিং করার পর ঠোঁটে অবশ্যই লিপ বাম লাগাতে হবে।
যদি আপনি চান বেশিক্ষণ ঠোঁটে লিপস্টিকের রং ধরে রাখতে তা হলে ঠোঁটে একটু কনসিলার বা লিপ প্রাইমার লাগাতে পারেন। এটি বেস হিসেবে কাজ করবে। লিপস্টিকের রং দীর্ঘস্থায়ী হবে।
একবার নয়, দু'বার লাগাতে হবে লিপস্টিক। কীভাবে? আসলে প্রথম বার লিপস্টিক লাগানোর পর তা টিস্যু দিয়ে হালকা করে মুছতে হবে। তার উপর ফের লিপস্টক লাগাতে হবে। তা হলে লিপস্টিক সেট হয়ে যাবে।
লিপস্টিক লাগানোর পর পাতলা টিস্যু দিয়ে হালকা মুঝে পাউডার ব্যবহার করতে পারেন। তাতে ঠোঁটে অনেকক্ষণ টেকে লিপস্টিক। নারীর ঠোঁট হয় আরও আকর্ষণীয়।