15 March, 2024
গরমে কালো হবে না, মানলে এই টিপস
TV9 Bangla
credit: Pinterest
গ্রীষ্মকালের অন্যতম সমস্যা হল ট্যান। এই সময় রোদের তেজ এতটাই বেশি থাকে যে ত্বক একপ্রকার পুড়ে যায়।
এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। জেনে নিন কীভাবে ঘরোয়া উপায়ে ট্যান থেকে মুক্তি পাবেন।
সানট্যান তুলতে ভীষণভাবে সাহায্য করে টকদই। এতে ল্যাকটিক অ্য়াসিড রয়েছে যা ট্যান তুলতে ভীষণভাবে সাহায্য করে।
এক জন্য টকদই গুলে ত্বকে লাগিয়ে নিন। এ ছাড়া টকদইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে আরও ভাল ফল পাবেন।
লেবুর রস ট্যান তুলতে দারুণভাবে সাহায্য করে। লেবুতে সাইট্রিক অ্যাসিড রয়েছে যা ট্যান তুলতে সাহায্য করে।
এ ছাড়া ব্যবহার করতে পারেন টমেটোর রস। ট্যান তুলতে দারুণভাবে সাহায্য করে টমেটো। এতে লাইকোপিন রয়েছে, যা ট্যান তুলতে সাহায্য করে।
পাশাপাশি ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। ত্বকের ট্যান তুলতে দারুণভাবে সাহায্য করে অ্যালোভেরা।
রোদ থেকে ফিরে ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন। দেখবেন ট্যানের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।
আরও পড়ুন