শুধু এই কাজটা করুন, সারাদিন এসি চালালেও বিল হবে অর্ধেক
insomnia 3

01 APR 2025

শুধু এই কাজটা করুন, সারাদিন এসি চালালেও বিল হবে অর্ধেক

credit:PTI

image

TV9 Bangla

আগের চেয়ে এখন গরমের দাপট অনেক বেড়ে গিয়েছে। চৈত্র মাসেই যেন শুরু হয়ে যাচ্ছে জৈষ্ঠ্যের মতো দাপট। বাধ্য হয়ে এসির শরণাপন্ন হচ্ছেন সাধারণ মানুষ।

আগের চেয়ে এখন গরমের দাপট অনেক বেড়ে গিয়েছে। চৈত্র মাসেই যেন শুরু হয়ে যাচ্ছে জৈষ্ঠ্যের মতো দাপট। বাধ্য হয়ে এসির শরণাপন্ন হচ্ছেন সাধারণ মানুষ।

এখন প্রায় ঘরে ঘরে এসি লাগানোর চল। বিশেষ করে ফ্ল্যাট বাড়ি বা টিনের চালে যাঁদের বাস তাঁদের জন্য গরমে টেকা আরও কষ্টকর।

এখন প্রায় ঘরে ঘরে এসি লাগানোর চল। বিশেষ করে ফ্ল্যাট বাড়ি বা টিনের চালে যাঁদের বাস তাঁদের জন্য গরমে টেকা আরও কষ্টকর।

এসি লাগালেই তো আর হল না। আরাম যেমন আছে তেমনই চরচর করে বাড়ছে বিদ্যুতের বিল। যা দিতে অনেক ক্ষেত্রে নাভিশ্বাস উঠছে কারও কারও। তবে সেই সমস্যার সমাধান কিন্তু আছে।

এসি লাগালেই তো আর হল না। আরাম যেমন আছে তেমনই চরচর করে বাড়ছে বিদ্যুতের বিল। যা দিতে অনেক ক্ষেত্রে নাভিশ্বাস উঠছে কারও কারও। তবে সেই সমস্যার সমাধান কিন্তু আছে।

টেক বিশেষজ্ঞরা বলছেন এসি চালিয়েও যদি কম বিদ্যুতের বিল চান, তাহলে সে ক্ষেত্রে ভরসা হতে পারে ইনভার্টার এসি। বিশেষ করে নতুন এসি কেনার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে হবে।

ইনভার্টার স্মার্ট এসিতে বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদে বিদ্যুতের বিল কমিয়ে সাশ্রয়ী ভূমিকা পালন করে এই এসি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কেবল কী এসি কিনছেন তাই নয়, আরও অনেকগুলি বিষয়ের উপরে নির্ভর করে এসি কতটা বিদ্যুৎ পোড়াবে।

এসি চালিয়েও যদি কম বিদ্যুতের বিল চান, তাহলে মেনে চলতে কয়েকটি টিপস। মনে রাখবেন AC চালানোর সময়ে খেয়াল রাখবেন সারারাত যেন এসি না চলে। রাতে শোয়ার আগে টাইমার দিয়ে রাখুন।

এক থেকে দুই ঘণ্টার টাইমার দিন। এতে এঅসি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। তাপমাত্রা ২৬-এ রাখার চেষ্টা করুন। যা ঠান্ডা হওয়ার তাতেই হবে।