08 JAN 2025

রাতে বিছানায় যাওয়ার আগে একটা কাজ করতে হবে, তাহলেই খেলা শুরু

credit: Meta AI

TV9 Bangla

বিপুল অর্থের মালিক হতে কে না চায়। তবে সাফল্য পেতে হলে কঠিন পরিশ্রম করতেই হবে। কিন্তু পরিশ্রম করার পরেও অনেকেই কাঙ্খিত ফল পান না। টাকাও হাতে আসে না। এমন হলে কী করবেন?

বাস্তু শাস্ত্র মতে কিছু টোটকা আছে যা করলে অর্থ সমস্যার সমাধান হতে পারে। এমনকি সেই সব কাজ করলে কেরিয়ারেও সফলতা আসবে।

বাস্তু শাস্ত্র অনুসারে রাতে ঘুমাতে যাওয়ার আগে সুগন্ধী বা পারফিউম মেখে ঘুমোতে গেলে তা বেশ উপকারী। জানেন এতে কী কী উপকার পাওয়া যায়? কী ভাবে লাগাতে হবে সুগন্ধী?

রাতে শুতে যাওয়ার আগে ডান হাতের অনামিকায় কিছুটা পারফিউম লাগিয়ে নিন। এবার ওই আঙুলের সাহায্যে শরীরের চারটি অংশে সুগন্ধী মাখতে হবে।

ঘাড়ের সামনে এবং পিছনে, দুটি কানের পিছনের দিকে অল্প করে পারফিউম মেখে শুতে যাওয়ার অভ্যাস করুন। মনে করা হয় এতে শুক্র আপনার উপরে সন্তুষ্ট হয়।

শুক্র সন্তুষ্ট হলে সেই আপনাকে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করতে শুরু করবে। মনে করা হয় রাতে ঘুমোনোর আগে এই কাজ করলে অর্থ সমস্যা দূর হবে।

মনে রাখবেন জ্যোতিষ শাস্ত্র মতে বাড়িতে দেবী ধন লক্ষ্মীর অধিষ্ঠান বজায় রাখতে হলে, বাড়ি ঘর পরিষ্কার পরিছন্ন রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজেকেও শুদ্ধ রাখতে হবে। প্রতিদিন স্নান করে, কাচা জামাকাপর পরতে হবে। নোংরা, আবর্জনা ভর্তি স্থানে মা লক্ষ্মী কখনও থাকেন না, তাই অর্থ তাঁকে না।