প্যান্ডেল হপিং করতে গেলে ব্যাগে যা কিছু রাখতেই হবে

20  October 2023

অনেকে আছেন রাত জেগে ঠাকুর দেখতে পছন্দ করেন। আবার অনেকের এই ভিড় ভাট্টা একেবারে পছন্দ নয়। বছরে একবার মাত্র আসে এই পুজো

এই সময় রাস্তাঘাট একেবারে অন্যরকম সাজে সেজে ওঠে। চারিদিকে আলোর রোশনাই, মাইক, নতুন পোশাকে সকলে সেজেগুজে ঠাকুর দেখতে যাচ্ছেন

ঠিক যেন রূপকথার নগরী হয়ে ওঠে কলকাতা সহ পশ্চিমবঙ্গ। পায়ে হেঁটে ঠাকুর দেখে ফুচকা খেয়ে নতুন জুতোয় ফোসকা না পরলে আর পুজো দেখার কী থাকল

তবে প্যান্ডেল হপিং করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু হেঁটে ঠাকুর দেখতে হয় তাই আরামদায়ক কোনো জুতো পরবেন। পোশাকের ক্ষেত্রেও একই জিনিস মাথায় রাখবেন

আর ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে একটা ব্যাগ অবশ্যই রাখবেন। তাতে রাখুন প্রয়োজনীয় কিছু জিনিস। প্রথমেই যা লাগবে তা হল ওয়েট টিস্যু। কারণ ঘাম মুছে নিতে এর থেকে ভাল আর কিছু হয় না

ঘাম, গরম থেকে বাঁচতে ব্যাগে একটা পকেট পারফিউম রাখুন। হেঁটে ঠাকুর দেখতে গিয়ে ঘাম হবেই। সেই ঘামের গন্ধ কাটাতেই ব্যাগে রাখুন পারফিউম

ব্যাগে ক্লিপ, ক্লাচার রাখবেন। অনেকেই চুল ছেড়ে ঠাকুর দেখতে বেরোন। তবে এই ভাবে বেশিক্ষণ থাকলে যেমন গরম লাগে তেমনই চুলও ঘেঁটে যায়। তাই একটা ক্লিপ থাকলে স্বস্তি

ব্যাগে একটা জলের বোতল রাখুন। সারা রাত জেগে ঠাকুর দেখলে ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে। সেই সমস্যা দূর করতে বার বার জল খান, এতে শরীরের কোনও রকম সমস্যা হবে না