13th January, 2025

ভোর ৪টায় তাজমহল দেখতে গিয়েছিলেন বিদেশিনী, তারপর যা হল...

Credit - PTI, Instagram 

TV9 Bangla

বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ভারতে এলে অবশ্যই ঢুঁ মারেন তাজমহলে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এটি। ভারতের ঐতিহ্যও।

সম্প্রতি এক বিদেশিনী তাজমহল দেখতে এসেছিলেন। তিনি ভোর ৪টে নাগাদ সেখানে পৌঁছেছিলেন। তারপর তিনি যা দৃশ্য দেখেছেন, চমকে যাওয়ার মতো।  

এক ট্র্যাভেল কনটেন্ট ক্রিয়েটার লিয়া জিলিক। তিনি সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে তাজমহল ভ্রমণের অভিজ্ঞতা জানাতে গিয়ে এক ভিডিয়ো শেয়ার করেছেন।

তাজমহল দেখতে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, তা এক কথায় আশ্চর্যজনক। আবার অনেকের জন্য শিক্ষমূলকও হতে পারে।

মুঘল সম্রাট শাহজাহান তাঁর বেগম মুমতাজের স্মৃতির উদ্দেশে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। বিদেশিনী লিয়া ভিড় ছাড়া তাজমহল দেখার জন্য ভোরের সময় বেছেছিলেন।

তাজমহল প্রাঙ্গনে ঢোকার পর ভিতরের দৃশ্য দেখে তিনি প্রচণ্ড হতাশ হন। কারণ সেই সময় কুয়াশা খুব ঘন ছিল। তাই তাজমহল দেখতেই পাননি।

এরপরই তিনি সকলকে সতর্ক করতে জানান, তাজমহল ভালো করে দেখতে হলে আগ্রায় অতিরিক্ত একটা দিন থাকুন। কারণ, শীতে কুয়াশা বেশি হয়। পরের দিন অবশ্য তিনি ভালো করে তাজমহল দেখতে পেয়েছিলেন।

বিদেশিনী লিয়া জিলিকের শেয়ার করা ভিডিয়োটিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে।