05 JAN 2025

নীল চোখের সন্তান চাই, তাই ভারতের এই গ্রামের ছেলেদের সঙ্গেই যৌন মিলন করেন বিদেশিনিরা

credit: Getty Images

TV9 Bangla

ভারতের মতো এত বৈচিত্র্য একটি মাত্র দেশে বোধহয় আর কোথাও নেই। তেমনই এখানকার নানা জায়গার সঙ্গে জুড়ে নানা আজব আজব রীতি।

শুনলে অবাক হবেন ভারতে এমন এক গ্রাম আছে যেখানে বিদেশী মহিলারা ছুটে আসেন, কেবলমাত্র অন্তঃসত্ত্বা হওয়ার জন্য। তাই এই জায়গা প্রেগন্যান্সি টুরিজিমের জন্যও বিখ্যাত।

অদ্ভুত এই গ্রাম আছে উত্তরভারতের লাদাখে। এমনিতেই লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য্য বিশ্ব বিখ্যাত। কিন্তু সেখানেই যে এমন অদ্ভুত গরম আছে জানতেন?

লাদাখের বিশেষ এই গ্রাম আর্য উপত্যকা নামে পরিচিত। এখানেই বিদেশ থেকে মহিলারা ছুটে আসেন অন্তঃসত্ত্বা হতে। কিন্তু কেন এই অদ্ভুত ইচ্ছা জানেন?

আসলে এই গ্রামে ব্রোকপা উপজাতির বাস। ব্রোকপা উপজারির পুরুষদের দেখতে খুবই সুন্দর। বলা হয় ব্রোকপারা নাকি দ্য গ্রেট আলেকজান্ডারের সেনাবাহিনীর বংশধর।

সেই জন্যই তাঁরা দেখতে খুব সুন্দর। বিদেশী মহিলারা ছুটে আসেন এখানকার পুরুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সঙ্গমে লিপ্ত হতে।

ধারণা এর ফলে পরবর্তী কালে তাঁদের সন্তান শক্তিশালী, সুন্দর এবং নীল চোখের অধিকারী হবে। শোনা যায় এই কাজের জন্য ইউরোপীয় নারীরা গ্রামের পুরুষদের টাকাও দেয়।

কাজ হয়ে গেলে আবার ফিরে যায় তাঁরা। নিজেদের উচ্চতা, শারীরিক গঠনের কারণে নিজেদের আসল আর্য বলে দাবি করেন ব্রোকপারা। যদিও বিশেষজ্ঞদের মতে প্রেগন্যান্সি পর্যটনের বিষয়টি আসলে বানানো গল্প মাত্র।