28 January 2024

নখ বাড়ানোর শখ? ৪ টোটকায় পূরণ করুন

credit: istock

TV9 Bangla

অনেক মেয়েরাই লম্বা নখ পছন্দ করেন। পোশাকের সঙ্গে মিলিয়ে নখে নেলপলিশ পরেন। আবার অনেকে নখের উপর নকশা আঁকেন।

হাতে একটু বড় নখ রাখলে দেখতেও সুন্দর লাগে। এতে পছন্দের নেলপলিশ পরা যায় এবং নেল আর্টও করা যায়। ছোট নখে এমনটা সম্ভব নয়।

দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে কিংবা দেহে পুষ্টির ঘাটতি থাকলে নখের বৃদ্ধি কমে যায়। এমনকি ভুল পদ্ধতিতে নখ কাটলেও নখ বাড়ে না।

আপনার নখও যদি বাড়তে না চায়, নখ জেল্লাদার না দেখায় তখন কী করবেন? নখ যাতে দ্রুত বাড়ে, কাজে লাগান ঘরোয়া টোটকা।

পাতিলেবু কেটে নিন। এতে নারকেল তেল লাগিয়ে নখের উপর ঘষে নিন। এতে নখের হলদেটে দাগ দূর হবে এবং নখ দ্রুত বেড়ে উঠবে।

দেহে রক্ত সঞ্চালন ঠিক থাকলে নখ দ্রুত বাড়তে থাকে। এক্ষেত্রে আপনি আঙুল ও নখের উপর প্রতিদিন অলিভ অয়েল মালিশ করুন।

অলিভ অয়েলের সঙ্গে রসুন থেঁতো করে ফুটিয়ে নিন। এই মিশ্রণটি রোজ ১০ মিনিট করে নখের উপর লাগিয়ে রাখুন। এতে নখ বাড়বে।

নখের উপর ভিটামিন ই অয়েলও মালিশ করতে পারেন। কিংবা ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে থাকা তরলও নখের উপর লাগাতে পারেন।