21 February 2024
এক রাতেই গায়েব হবে চুলকানি-ব়্যাশ
credit: istock
TV9 Bangla
অল্প বয়সেই বলিরেখার সমস্যায় ভোগেন অনেকে। এক্ষেত্রে আলুর রস আপনার কাজে লাগতে পারে।
ত্বক টানটান রাখতে এবং বলিরেখা দূর করতে আলুর রস কাজে লাগবে। একই সঙ্গে ত্বক উজ্জ্বল হবে।
মুখে ব্রণ হওয়ার পর সেই দাগ অনেক সময় থেকে যায় দীর্ঘদিন। আবার কখনও বা কালো ছোপ পরে গালে বা কপালে।
ত্বকে কোনও চুলকানি বা ব়্যাশ হলে আলুর রস অ্যাপ্লাই করুন। কয়েক মিনিটের মধ্যেই উপকার পাবেন।
মুখে কোনও ডার্ক স্পট থাকলে আলু ছোট করে কেটে ওই নির্দিষ্ট জায়গায় মিনিট পাঁচেক ঘষে নিন। এরপর সাধারণ জলে ধুয়ে ফেলবেন।
শুষ্ক ত্বকের জন্য আলুর ফেসপ্যাক খুনব উপকারী। আলু মিক্সিতে স্ম্যাশ করে নিন। এরপর ইয়োগার্টের সঙ্গে মিশিয়ে সেই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট।
আলুর রসের সঙ্গে শশা, এক টেবিল চামচ বেকিং সোডা, পরিমাণ মতো জল মিশিয়ে ক্লিনজার তৈরি করে রাখতে পারেন।
কিন্তু জানেন কি, খাদ্যগুণে কিন্তু এর জুড়ি মেলা ভার। রোগ তাড়াতে ওস্তাদ। অনেক অসুস্থতার খাসা দাওয়াই, এই ডাঁটা।
আরও পড়ুন