26th June, 2025

সামনে না পিছনে, ব্লাউজের হুক কোন জায়গায় থাকা ভালো?

TV9 Bangla 

Credit - Pinterest 

বাঙালিরা যখনই শাড়ি পরার কথা ভাবেন, সেই সময় আগে যেন মাথায় উঁকি দেয় ব্লাউজ। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ না হলে চলেই না।

গরমে শাড়ি ব্লাউজ পরার কথা ভাবছেন? এ বার প্রশ্ন জাগতে পারে মনে যে, ব্লাউজের হুকটি সামনে না পিছনে রাখা ভালো?

এই যে প্রশ্নটি, তার উত্তর পুরোপুরি নির্ভর করছে যিনি শাড়ি ব্লাউজ পরবেন, তার পছন্দ, প্রয়োজন, আরাম ও কী উপলক্ষ্যে শাড়ি পরবেন, তার উপর।

অতীতে ব্লাউজের সামনেই হুক রাখার চল ছিল। ধীরে ধীরে ফ্যাশনে বদল আসে। ব্লাউজের পিছনে হুক দেওয়া শুরু হয়। মাঝে মাঝে পিছনে চেইনও দেখা যায়।

যে ব্লাউজে পিছনে হুক থাকে, সেটির সামনের কাজের ফিনিশিং ভালো হয়। মাঝে হুক না থাকার ফলে ডিজাইন বানানোর ক্ষেত্রে কোনও সমস্যা হয় না।

যদি কেউ রোজ শাড়ি ব্লাউজ পরেন, এই ধরুন অফিস বা অন্য কোনও ছোট কাজে বাড়ি থেকে বেরোচ্ছেন, তা হলে সামনে হুক দেওয়া ব্লাউজ ভালো।

যে ব্লাউজে সামনে হুক থাকে, তা অন্য কারও সাহায্য ছাড়াই পরা যায়। আর পিছনে হুক থাকলে সেই ব্লাউজ পরার জন্য কারও না কারও সাহায্য নিতে হয়।

পুনরায় বলতে হয়, ব্লাউজের হুক সামনে রাখবেন না পিছনে তা পুরোপুরি নিজের পছন্দের উপর নির্ভরশীল। তবে কোনও বিশেষ অনুষ্ঠানে আজকাল পিছনে হুক দেওয়া ব্লাউজের চল বেড়েছে।