বাড়ির যেসব কাজে আসে পেঁয়াজের খোসা

4 September 2023

রোজের রান্নায় কমবেশি পেঁয়াজ ব্যবহার করা হলেও, খোসা ফেলে দেওয়া হয়। কিন্তু পেঁয়াজের খোসা মোটেই অবহেলার জিনিস নয়।

হেঁশেল ও বাড়ির একাধিক কাজে আসতে পারেন পেঁয়াজের খোসা। শুধু আপনাকে জানতে হবে এই পেঁয়াজের খোসা ব্যবহারের উপায়।

ভিনিগারের শিশিতে ডুবিয়ে রেখে দিন পেঁয়াজের খোসা। এই ভিনিগার আপনি স্যালাদের ড্রেসিংয়ে বা ম্যারিনেশনে ব্যবহার করুন।

গরম জলে পেঁয়াজের খোসা ফুটিয়ে চা বানিয়ে নিন। অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ পেঁয়াজের খোসার চা। 

পেঁয়াজের খোসার চায়ে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। পেঁয়াজের খোসার চা ঘুমকে উন্নত করে, বাথের ব্যথা কমাতে সাহায্য করে। 

গরম জলে পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখুন। এই জল চুলে স্প্রে করতে পারেন। এতে চুল থাকবে স্বাস্থ্যকর ও মসৃণ। কমবে চুল পড়াও।

চুল কলপ করতেও কাজে পেঁয়াজের খোসাকে। পেঁয়াজের খোসাকে ভেজে গুঁড়ো করে নিন। এটা নারকেলে তেল মিশিয়ে চুলে মাখুন।

বাসন পরিষ্কার করতে ব্যবহার করুন পেঁয়াজের খোসা। বাসন মাজার সাবানে পেঁয়াজের খোসার গুঁড়ো মিশিয়ে ব্যবহার করুন।

ছাদ-বাগানে কাজে আসতে পারেন পেঁয়াজের খোসা। গাছের গোড়ায় পেঁয়াজের খোসা গুঁড়ো করে দিন। এতে গাছে পোকা ধরবে না।