28 January 2024

চা বানানো ছাড়াও টি ব্যাগের কাজ অনেক

credit: istock

TV9 Bangla

আড্ডা হোক বা মন খারাপ কিংবা মাথাব্যথা, চায়ের কদর সর্বত্র। কিন্তু চা পাতার কদর পানীয় তৈরির পরেই শেষ হয়ে যায়।

গরম জলে ১ চা চামচ চা পাতা ফুটিয়ে নিলেই কাজ শেষ হয়ে যায়। আবার কখনও গরম জলে টি ব্যাগ ডুবিয়ে রাখলেই চা তৈরি।

ব্যবহৃত চা পাতা বা টি ব্যাগ বিভিন্ন উপায়ে আপনি কাজে লাগাতে পারেন। বাড়ির অনেক সমস্যার সমাধান লুকিয়ে আছে চা পাতায়।

চা পাতায় থাকা ট্যানিন ও ক্যাফেইন রয়েছে, যা চোখের ফোলাভাব ও ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। চোখের উপর ব্যবহৃত টি ব্যাগ রেখে দিন।

রোদে বেরিয়ে মুখ পুড়ে গিয়েছে? কিংবা মুখে র‍্যাশ বেরিয়ে বেরিয়েছে? ত্বকের ওই অংশে ঠান্ডা চায়ের ব্যাগ চেপে ধরুন।

জলে চা পাতা বা টি ব্যাগ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার ওই জলে কাপড় ভিজিয়ে ঘরের সমস্ত দরজা-জানালা মুছে নিন। চকচকে করবে।

পেঁয়াজ কাটলে বা রসুন ছাড়ালে কিংবা মাছ ধুলে হাত দিয়ে গন্ধ ছাড়ে? সাবান ব্যবহারের পর চা ভেজানো জলে হাত ডুবিয়ে নিন। 

চুলে কন্ডিশনার হিসেবে কাজ করে চা। শ্যাম্পু করার পর চা ভেজানো জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। কিছুক্ষণ রেখে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।