17th July, 2025
চকচকে ও দাগছোপহীন ত্বক চান? সবজির খোসা এভাবে মুখে মাখুন
Credit - Getty Images
TV9 Bangla
পুষ্টিবিদদের মতে স্বাস্থ্যকর খাবার খেলে ও সঠিক জীবনযাপন করলে যে কারও শরীর ভালো হয়। সেই প্রতিফলন দেখা যায় মুখে।
ত্বক উজ্জ্বল করার জন্য অনেকে প্রচুর টাকা খরচ করে নানা পন্য ব্যবহার করেন। তার জায়গায় সবজির খোসাতেও হবে কামাল।
শুধু জানতে হবে তার সঠিক ট্রিকসটা। অনেকেই এটা জানতেন না যে, সবজির খোসা মুখে লাগালে, তা তারুণ্য ও উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।
টম্যাটোর খোসা ত্বক উজ্জ্বল করে। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ করে। টম্যাটোর খোসা দিয়ে মুখে মালিশ করলে তফাৎ নজরে পড়বে।
শসা ও এর ছাল দুটোই উপকারী। মুখে শসার খোসা লাগিয়ে ১৫ মিনিট রাখতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিলে উজ্জ্বল ভাব স্পষ্ট হয়ে উঠবে।
আলুর খোসা মুখে যদি কেউ লাগায়, তাহলে কালো দাগছোপ, ডার্ক সার্কেলের সমস্যা দূর হয়। পাশাপাশি কারও ব্রণর সমস্যা থাকলে তা সেরে যায়।
লেবু স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও ভালো। লেবুর ফেসপ্যাক হয়। এ ছাড়া লেবুর রস ও এর খোসা দুটোই ত্বকের জন্য বেশ উপকারী।
গাজর ও বিট দুটোই ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে পারে। গাজরের মিশ্রণ মুখে লাগালে পরিষ্কার হয়। আর বিটের রস মাখলে কালো দাগছোপ দূর হয়। স্কিনটোন ভালো হয়।
আরও পড়ুন