শীত আসলেই চুলের নানা সমস্যা দেখা দেয়। তারই মধ্যে একটি সাধারণ সমস্যা হল খুশকি। আর তার ফলেই রাস্তা ঘাটে মাথা চুলকাতে শুরু করে।
আর এসব নিয়ে বারবার করে সবার সামনে লজ্জায় পড়তে হয়। তবে এই নিয়ে আর চিন্তা করার কিছু নেই। সব সমস্যারই সমাধান আছে।
স্ক্যাল্পের চুলকানি নিয়ন্ত্রণে রাখার প্রথম শর্তই হল সঠিক উপায়ে ক্লিনজিং করা। আপনি যদি ঠিক ভাবে স্ক্যাল্প পরিষ্কার করেন, তাহলে খুশকি থেকে মুক্তি পাবেন।
কিন্তু শীত এলেই খুশকি হয় কেন? আসলে এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। আর এর ক্ষতিকারক প্রভাব পড়ে স্ক্যাল্পেও। তাই মাথার তালু রুক্ষ হয়ে খুশকি হয়।
টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন আপনি। এর মাইক্রোবিয়াল গুণ আপনার স্ক্যাল্পকে রুক্ষ হতে দেবে না। এমনকী নানা সংক্রমণই নিয়ন্ত্রণে থাকবে আর চুলকানিও হবে না।
এই অয়েলে খুশকি এবং চুলকানিও কমবে। এক্ষেত্রে একটি কেরিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে এই এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।
স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেলও। পরিমাণ মতো অ্য়ালোভেরা জেল নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে ১ ঘণ্টা পরে শ্য়াম্পু করুন।
যদি এত কিছু করেই সমস্যার সমাধান না হয়, তবে আর কোনও ঝুঁকি না নেওয়াই ভাল। সমস্যা দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নিন।