05 JUL 2025

প্রথমবার ট্যাটু করাতে যাচ্ছেন? পরিচ্ছন্নতার সঙ্গেই আরও যে বিষয়গুলি মাথায় রাখা জরুরি

credit:,Getty Images

TV9 Bangla

আজকাল অনেকেই ট্যাটু করান নিজের ব্যক্তিত্ব, স্মৃতি বা জীবনের কোনও গভীর অর্থ প্রকাশ করার জন্য। কেউ আবার ট্যাটু করান স্রেফ শখের জন্য। কিন্তু প্রথমবার ট্যাটু করাতে গেলে একটা বুক দুরুদুরু করা থাকেই।

কতটা লাগবে? ট্যাটু করতে কোনও বড় বিপদ হবে না তো? যদি ত্বকে কোনও বড় ধরনের ক্ষতি হয়ে যায়। ইনফেকশন হয়ে যাওয়ার ভয়। উত্তেজনার সঙ্গেই মিশে থাকে আরও নানা দুশ্চিন্তা। প্রথমবার ট্যাটু করাতে গেলে কী কী সাবধনতা অবলম্বন করা উচিত?

প্রথমবার ট্যাটু করাতে আসা প্রায় সবার একটা প্রশ্ন, 'ব্যথা কতটা হবে?' মনে রাখবেন ব্যথার মাত্রা একেক জনের সহনশীলতা ও ট্যাটু কোথায় করানো হচ্ছে তার ওপর নির্ভর করে। সাধারণত, হাতে বা মাংসপেশিযুক্ত জায়গায় কম ব্যথা লাগে।

পাঁজর বা গোড়ালির মতো হাড়ের উপর ট্যাটু করলে বেশি ব্যথা হতে পারে। ভাল ঘুম, পর্যাপ্ত জলপান এই অভিজ্ঞতাকে অনেক সহজ করে তুলতে পারে।

ট্যাটু স্টুডিও বেছে নেওয়ার সময় পরিচ্ছন্নতাকে কোনও ভাবেই উপেক্ষা করা উচিত না। নতুন স্যানিটাইজড সুচ, নতুন গ্লাভস ও পরিপাটি পরিবেশ থাকাটা বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে ক্ষত থেকে ইনফেকশনও হতে পারে।

অনেকেই হঠাৎ করে আবেগে ভেসে গিয়ে ট্যাটু ডিজাইন বেছে নেন, পরে গিয়ে আফসোস করেন। তাই ডিজাইন নিয়ে আগে থেকেই ভালভাবে ভাবুন।

কেন এই ডিজাইনটি আপনি বেছে নিচ্ছেন, তার পেছনের মানে কী? শিল্পীর সঙ্গে আলোচনা করে ডিজাইন ফাইনাল করুন। পরে সেই ডিজাইনকে পরিবর্তন করতে গেলে বা বদলালে ভয় বেশি।

ট্যাটু করানো শেষ মানেই কাজ শেষ নয়। ট্যাটু ভালো রাখতে চাইলে পরবর্তী যত্ন অপরিহার্য। নিয়মিত পরিষ্কার করা, হিলিং অয়েন্টমেন্ট লাগানো, রোদ এড়ানো ও চুলকানো থেকে বিরত থাকা খুব জরুরি। যত্নে অবহেলা করলে ট্যাটুর ডিজাইন বিকৃত হতে পারে এবং সংক্রমণও হতে পারে।