জেল্লাদার ত্বক বলতে প্রথমেই মনে আসে কোরিয়ানদের কথা। অনেকেই ভাবেন, কোরিয়ানদের এত উজ্জ্বল-দাগমুক্ত ত্বকের রহস্য কী?
কোরিয়ানদের উজ্জ্বল ত্বকের প্রধান রহস্য হল, সঠিক যত্ন। তবে ত্বকের পিছনে বেশি সময় না দিয়েও আপনি হতে পারেন জেল্লাদার।
প্রতিদিন সকালে উঠে প্রথমে অয়েল বেসড ক্লিনজার ও তারপর ওয়াটার বেসড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। তাহলে মেকাপ উঠে যাবে ও ত্বক তৈলাক্ত থাকবে।
মুখ ধোয়ার পর অবশ্যই ময়শ্চারাইজ বেসড বা অতিবেগুনি রশ্মি-প্রতিরোধক সানস্ক্রিম লাগান। তাহলে রোদে বেরোলেও ট্যান পড়বে না।
ত্বক আর্দ্র রাখতে টোনার গুরুত্বপূর্ণ। মুখ ধোয়ার পর টোনার লাগালে ত্বকের পিএইচ ভারসাম্য বজায় থাকে এবং ত্বক শুষ্ক হয় না।
কোরিয়ানদের উজ্জ্বল ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ প্রসাধনী টোনার, সিরাম ও এসেন্স। সামান্য এসেন্স হাতে নিয়ে আলতো করে গালে-কপালে লাগান, এটা ত্বকে পুষ্টি জোগায়।
দাগ-ছোপ তুলতে ও অকাল বার্ধক্য ঠেকাতে মুখে সিরাম লাগান। ড্রপারে করে সামান্য সিরাম মুখে দিয়ে আলতো করে ম্যাসাজ করুন।
ত্বক পরিচর্চার সময় না থাকলে শিট মাস্ক ব্যবহার করুন। অ্যালোভেরা জাতীয় আর্দ্রতাপূর্ণ শিট মাস্ক ব্যবহার করতে পারেন। এটা মুখের ধুলো-ময়লা তুলে জেল্লা ফেরাবে।