বাইক, গাড়িতে ঈশ্বরের নাম লেখেন? প্রেমানন্দ মহারাজ বলছেন উচিত কিনা...
Credit - X
TV9 Bangla
ঈশ্বরের প্রতি যাঁদের আস্থা রয়েছে, তাঁদের অনেকেই নিজের জীবনের প্রতি পদে ঈশ্বরের সঙ্গ চান। প্রায়শই দেখা যায় অনেকেই নতুন গাড়ি বা বাইকে ঈশ্বরের নাম লেখেন।
বাইক, গাড়িতে ঈশ্বরের নাম লেখা কি ঠিক? বৃন্দাবনের বাবা প্রেমানন্দ মহারাজ এ বিষয়ে জানিয়েছেন। জানেন এই কাজ করা উচিত, নাকি নয়?
প্রেমানন্দ মহারাজ বলেন, 'প্রায়শই লোকে নিজের গাড়িতে রাধা, রাম বা শ্রী কৃষ্ণের নাম লেখেন।' তাঁর মতে যানবাহনে ঈশ্বরের নাম লেখা ঠিক নয়।
হিন্দু আধ্যাত্মিক গুরু, সাধক প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, যানবাহনে ঈশ্বরের নাম লেখা উচিত নয় তার কারণ, সেই বাহন ধুলে জল গাড়ির নীচে নামে।
প্রেমানন্দ মহারাজজির বিশ্বাস, সেই জল ঈশ্বরের নাম স্পর্শ করার পর তা চরণামৃতের মতো হয়। ফলে তা নীচে পড়া মানে ঈশ্বরকে অশ্রদ্ধা করার মতোই।
ঈশ্বরকে কখনও অসম্মান করা উচিত নয় বলেছেন তিনি। তাই যানবাহনে ঈশ্বরের নাম না লেখার বদলে স্বস্তিক চিহ্ন বা শুভ লাভের স্টিকার লাগাতে পারেন।
প্রেমানন্দ মহারাজ একইসঙ্গে জানিয়েছেন, গাড়ির ভেতরে ঈশ্বরের মূর্তি রাখলে অবশ্য কোনও সমস্যা নেই। কিন্তু গাড়িতে বা বাইকে সজ্ঞানে ঈশ্বরের নাম লেখা ঠিক নয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।