14 March 2024
গ্রিন টি দিয়ে ত্বকের খেয়াল রাখুন
credit: istock
TV9 Bangla
গরমকালে তৈলাক্ত ত্বকের সমস্যা বাড়ে। গরমে ত্বকে তেলতেলে ভাব বৃদ্ধির পাশাপাশি ব্রণ, ওপেন পোরসের সমস্যা বাড়তে থাকে।
ত্বকের প্রদাহ থেকে শুরু করে অকাল বার্ধক্য প্রতিরোধে একটাই উপাদান দুর্দান্ত কাজ করে। তা হল গ্রিন টি। এই চা খান বা মাখুন উপকার মিলবেই।
গ্রিন টি ত্বকের প্রদাহ কমায়। ব্রণ, সোরিয়াসিস, ডার্মাটাইটিসের মতো ত্বকের সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে গ্রিন টি।
গ্রিন টি ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করে। পাশাপাশি ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যাকে প্রতিরোধ করে। তেল নিঃসরণও নিয়ন্ত্রণ করে।
মুখে গ্রিন টি মাখলে ত্বক হাইড্রেট থাকে। দাগছোপও পড়ে না। নিয়মিত গ্রিন টি মাখলে ত্বক নরম ও উজ্জ্বল হয়ে ওঠে।
সূর্যের ক্ষতিকারক রশ্মির কারণে ত্বকের যে ক্ষয় হয়, তা পুনরুদ্ধারে সহায়তা করে গ্রিন টি। এটি তৈলাক্ত ত্বকের সমস্যা নিমেষে দূর করে।
গরম জলে গ্রিন টি দিয়ে চা বানিয়ে নিন। এবার এই চা ঠান্ডা করে নিন। এবার এতে ২ চামচ মধু, ১ চামচ বেকিং সোডা ও হলুদ মিশিয়ে নিন।
প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এরপর এই ফেসপ্যাক মুখে মেখে নিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শেষে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
আরও পড়ুন