28 July 2024
চুল সাদা হয়ে যাচ্ছে? মাথায় লাগান ঘরোয়া এই উপাদান
credit: istock
TV9 Bangla
ছোট থেকে বড়, সকলেরই পছন্দ ঘন কালো চুল। কিন্তু, আজকাল অল্প বয়সেই চুল সাদা হয়ে যাচ্ছে।
চুল সাদা হওয়ার পিছনে কেবল বয়স নয়, জীবনযাত্রা অন্যতম বড় ফ্যাক্টর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞের মতে, অকালে চুল সাদা হওয়ার অন্যতম কারণ, চুলে অত্যধিক রাসায়নিক পণ্য ব্যবহার।
পুষ্টির অভাবেও চুল পড়ে এবং অকালে চুল সাদা হয়ে যায়। এছাড়া অত্যধিক জাঙ্কফুড খাওয়াও অকালে চুল সাদা হতে পারে।
অকালে চুল সাদা হওয়া ঠেকাতে অনেকে অনেক কিছু ব্যবহার করেন। তবে কয়েকটি সাধারণ জিনিস ব্যবহার করেই চুল হতে পারে ঘন-কালো।
রান্নায় অনেকে কারি পাতা ব্যবহার করেন। এটা চুল কালো করতেও কার্যকরী। আমলকির গুঁড়ো, ব্রাহ্মীশাকের সঙ্গে কারিপাতা পেস্ট করে চুলের গোড়ায় লাগান।
অনেকে চুলে সরাসরি মেহেন্দি লাগান। তবে চুল কালো করতে মেহেন্দির সঙ্গে কফির জল ও আমলা পাউডার মিশিয়ে মাথায় লাগান।
মাথার সাদা চুলের বৃদ্ধি বন্ধ করতে পেঁয়াজ কার্যকরী। ব্যবহার করা যেতে পারে। পেঁয়াজ পিষে নারকেল তেলের সঙ্গে ফোটান। সেটা ঠান্ডা করে চুলে লাগান।
আরও পড়ুন