20 March 2024
চুল সাদা হয়ে যাচ্ছে? রান্নাঘরেই রয়েছে ওষুধ
credit: istock
TV9 Bangla
বয়স ৩০ বছর পেরোয়নি। এর মধ্যেই মাথার চুল সাদা হতে শুরু করেছে?
বয়স ছাড়াও মাথার চুল সাদা হওয়ার অন্যতম কারণ হল, দূষণ, ভুল খাদ্যাভ্যাস, চুলে বিভিন্ন রাসায়নিকের ব্যবহার। জিনগত কারণও রয়েছে।
চুল কালো রাখার জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করেন। কিন্তু, রান্নাঘরেই রয়েছে চুল কালো রাখার অব্যর্থ ওষুধ।
চুল ঘন ও কালো রাখার অব্যর্থ ওষুধ সর্ষের তেল। তবে সর্ষের তেল লাগানোর বিশেষ পদ্ধতি রয়েছে।
প্রথমে সারারাত মেথি বীজ ভিজিয়ে রাখুন। পরদিন সকালে বাটিতে খানিক সর্ষের তেল নিয়ে গরম করুন।
গরম সর্ষের তেলের সঙ্গে ১ চামচ ভেজানো মেথি বীজ এবং রসুনের ৪-৫টি কোয়া বাটা মিশিয়ে নিন।
এবার তেল ঠান্ডা করে রাতে ঘুমতে যাওয়ার আগে চুলে ভাল করে লাগান। পরদিন সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
সপ্তাহ একদিন করে বেশ কয়েকবার এটা করলেই ফল দেখতে পাবেন। চুল হয়ে উঠবে ঘন ও কালো।
আরও পড়ুন