চীনেমাটির প্লেটে হলদে দাগ? রইল উপায়
17 August 2023
বাড়িতে অনেকেই চীনামাটির বাসন ব্যবহার করেন। বিশেষ করে বাড়িতে অতিথি আসলে
দেখতে সুন্দর লাগলেও এই ধরনের বাসনে খাবারের দাগ লেগে হলুদ হয়ে যায়
কিছুতেই উঠতে চায় না। তবে উপায় আছে, যা মানলে ঝকঝকে হবে বাসন
বেকিং সোডা দিয়ে ঘষে বাসন মাজুন। দেখবেন ঝকঝক করবে বাসন
এছাড়া ব্য়বহার করতে পারেন টুথপেস্ট। এতেও পরিষ্কার হয় বাসন। সামান্য টুথপেস্ট দিয়ে ঘষে নিতে হবে শুধু
এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন লবণ ও ভিনিগারও। একটি মাটিতে ভিনিুগার নিন এবম তাতে নুন যোদ করুন
এবার এই মিশ্রণ দিয়ে বাসন ঘষে নিলেই কাজ শেষ। হলদে দাগ কেটে যাবে
লেবুর রস দিয়ে মাজলেও পরিষ্কার হয় বাসন। লেবুর রসে বাসনগুলো ডুবিয়ে রেখে দিন। তারপর ঘষে মেজে নিন
চীনামাটির বাসন গরম জলে ডুবিয়ে রাখুন। ২০ মিনিট মতো রেখে তুলে ঘষে নিন
লেবুর খোসা দিয়ে ঘষেও দেখতে পারেন। দারুণ পরিষ্কার হয় চীনামাটির বাসন
আরও পড়ুন